লুটানো definitions

Bangla-Tangla Dictionary
লুটানো [verb]
Samsad Bengali-English Dictionary
লুটানো [ luṭānō ] v to roll or cause to roll esp. on the ground; to welter or sprawl or wallow; to cause to welter or sprawl or wallow.
Samsad Bangla Abhidhan
লুটা, লুঠা, লোটা [ luṭā, luṭhā, lōṭā ] ক্রি বি. 1 লুট করা; 2 অন্যায়ভাবে আত্মসাৎ করা (জনসাধারণের টাকা লুটে নেওয়া); 3 প্রচুর পরিমাণে উপভোগ করা (মজা লোটা); 4 গড়াগড়ি দেওয়া, লুণ্ঠিত হওয়া (ধুলায় লোটা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ লুঠ্ > লুণ্ঠ্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 লুঠ করানো; 2 গড়াগড়ি দেওয়া বা দেওয়ানো। ☐ বিণ. উক্ত অর্থে। লুটে-পুটে ক্রি-বিণ. নিঃশেষে লুঠ করে, সম্পূর্ণ আত্মসাৎ করে।

Processing time: 1.33 s