রুক্ষ definitions

Bangla-Tangla Dictionary
রুক্ষ – rough, coarse
Samsad Bengali-English Dictionary
রুক্ষ [ rukṣa ] a rough; dry; harsh; rude; haughty; angry; hard (রুক্ষমাটি); uneven, rugged (রুক্ষ পথ). ~ভাবে adv. rudely, harshly, roughly. ~ভাষী a. rough-spoken. ~স্বভাব a. haughty, arrogant; peevish, cross grained.
Samsad Bangla Abhidhan
রুক্ষ [ rukṣa ] বিণ. 1 কর্কশ, খসখসে, অ-মসৃণ (রুক্ষ চর্ম); 2 তেলবর্জিত, অচিক্কণ (রুক্ষ কেশ); 3 কঠোর, শ্রুতিকটু (রুক্ষ ভাষা); 4 স্নেহবর্জিত, নিষ্ঠুর (রুক্ষ ব্যবহার); 5 ক্রুদ্ধ, উগ্র (রুক্ষ মেজাজ); 6 শক্ত, কঠিন (রুক্ষ মাটি); 7 অসমতল, এবড়ো-খেবড়ো (রুক্ষ পথ)। [সং. রুহ্ + স]। বি. তা। ~ভাষী (-র্ষিন্) বিণ. কর্কশ ভাষা ব্যবহারকারী, কর্কশ ভাষায় কথা বলে এমন। ~মূর্তি বিণ. ক্রদ্ধ চেহারাযুক্ত ('ঘরের কর্ত্রী রুক্ষমূর্তি': রবীন্দ্র)।

Processing time: 2.7 s