রাতারাতি definitions

Bangla-Tangla Dictionary
রাতারাতি – overnight, very quickly
Samsad Bengali-English Dictionary
রাতারাতি [ rātārāti ] adv overnight; whilst there is still night; (fig.) within a very short time (রাতারাতি ধনী হওয়া).
Samsad Bangla Abhidhan
রাত [ rāta ] বি. রাত্রি ('রাতের বেলা গান এল মোর মনে': রবীন্দ্র)। [সং. রাত্রি]। রাত কাটানো ক্রি. বি. রাত্রি যাপন বা অতিবাহিত করা। ~কানা বিণ. দিনে দেখতে পেলেও রাত্রে ভালো দেখতে পায় না এমন। ~জাগা বিণ. রাত্রে ঘুমায় না এমন (রাতজাগা পাখি)। ~দিন ক্রি-বিণ. সর্বদা দিনরাত। ~দুপুর বি. গভীর বা নিশীথ রাত্রি। ~রাত পোহানো ক্রি. বি. রাত্রি শেষ হওয়া, রাত শেষ হয়ে ভোর হওয়া। ~বিরেত বি. রাত্রিকাল, রাতের সময় (রাতবিরেতে বাইরে যেয়ো না)। ~ভর, ~. ভোর ক্রি-বিণ. সারা রাত ধরে (রাতভর বৃষ্টি)। রাতা-রাতি ক্রি-বিণ. 1 রাত্রির মধ্যে, রাত থাকতে থাকতে; 2 (আল.) অতি অল্প সময়ের মধ্যে (রাতারাতি বড়োলোক হওয়া)।

Processing time: 1.24 s