রহস্যজনক definitions

Bangla-Tangla Dictionary
রহস্যজনক – mysterious
Samsad Bangla Abhidhan
রহস্য [ rahasya ] বি. 1 গূঢ় তাৎপর্য বা মর্ম, দুর্বোধ্য বা গুপ্ত তথ্য (রহস্যাবৃত, রহস্যময়, রহস্যের উদ্ঘাটন); 2 রসিকতা, হাস্যপরিহাস (কথাটা তিনি নিতান্তই রহস্য করে বলেছেন)। ☐ বিণ. গোপনীয় (রহস্য কথা)। [সং. রহস্ + য]। ~কাহিনি বিণ. রহস্যপূর্ণ গল্প। ~ঘন বিণ. যাতে রহস্য আছে এমন; অত্যন্ত গূঢ় বা জটিলতাপূর্ণ। ~চ্ছলে ক্রি-বিণ. রসিকতা করে বা ঠাট্টা করে (কথাটা রহস্যচ্ছলে বলেছে)। ~জনক, ~পূর্ণ, ~ময় বিণ. 1 গূঢ় তাৎপর্যপূর্ণ, গূঢ় তথ্যপূর্ণ; 2 দুর্বোধ্য। ~ভেদ বি. গূঢ় তথ্য আবিষ্কার বা উদ্ঘাটন, মর্ম উপলব্ধি বা অবধারণ। রহস্যালাপ বি. 1 গোপনীয় আলাপ; 2 রসালাপ, হাস্যপরিহাসযুক্ত কথাবার্তা।

Processing time: 1.75 s