রচনা definitions

Bangla-Tangla Dictionary
রচনা – composition, construction, creation
Samsad Bengali-English Dictionary
রচনা [ racanā ] n building, construction; formation; creation; making; composition; a literary composition; an essay. রচনা করা v. to build, to construct; to form; to create; to make; to compose, to write (প্রবন্ধ বা পুস্তক রচনা করা). কেশ-রচনা n. hairdo. কেশরচনা করা v. to do up or dress one's hair. ~কৌশল n. method or style of building or making or of composition. নৈপুণ্য n. skill in building or making or in composition. ~পদ্ধতি, ~প্রণালী same as ~কৌশল । ~শৈলী n. style (esp. literary style). ~বলি n. writings, literary or other works; collected writings. ~ভঙ্গি, ~রীতি same as ~কৌশল ।
Samsad Bangla Abhidhan
রচনা [ racanā ] বি. 1 রচন, নির্মাণ, গঠন (ভিত্তি রচনা); 2 বিন্যাস, গ্রন্থন (কাব্যরচনা, কবরীরচনা); 3 সৃষ্টি ('ধন্য তোমার জগতরচনা': রবীন্দ্র) 4 রচিত বস্তু (এ-সংসার ঈশ্বরের রচনা) 5 প্রবন্ধ, নিবন্ধ। [সং. √ রচ্ + অন + আ]। ~কার বি. রচনাকারী, রচক। ~কৌশল, ~প্রণালী, ~.পদ্ধতি বি. নির্মানের রীতি প্রবন্ধাদি লেখার ধারা বা উপায়। ~বলি, (বর্জি.) ~বলী বি. বিবিধ রচনাদি, নানা রচনার সংগ্রহ। ~ভঙ্গি বি. রচনাকৌশল -এর অনুরূপ।

Processing time: 1.23 s