যুক্তাক্ষর definitions

Bangla-Tangla Dictionary
যুক্তাক্ষর – conjunct letter
Samsad Bengali-English Dictionary
যুক্তাক্ষর [ yuktākṣara ] n (gr.) a compound or conjunct letter.
Samsad Bangla Abhidhan
যুক্ত [ yukta ] বিণ. 1 সংলগ্ন, একত্র, মিলিত ('যুক্ত কর হে সবার সঙ্গে': রবীন্দ্র); 2 অন্বিত, বিশিষ্ট, সম্পন্ন (শ্রীযুক্ত, ক্রোধযুক্ত); 3 রত, নিয়োজিত, ব্যাপৃত (ঘানিতে যুক্ত, কর্মে যুক্ত); 4 উপযুক্ত, সমন্বিত (যুক্তিযুক্ত); 5 পরিমিত (যুক্ত আহার); 6 যোগরত; 7 (গণি.) সংকলিত, যোগ করা হয়েছে এমন। [সং. √ যুজ্ + ত]। স্ত্রী. যুক্তা। ~কর বিণ. কৃতাঞ্জলি, জোড়হাত। ☐ বি. জোড় করা হাত। ~প্রদেশ বি. উত্তরপ্রদেশের বর্তমানে বর্জিত পূর্বনাম। ~বেণি বি. গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সংগম, ত্রিবেণি। ~রাজ্য বি. গ্রেটবিটেন ও উত্তর আয়ারল্যাণ্ড। ~রাষ্ট্র বি. আমেরিকা যুক্তরাষ্ট্র। যুক্তাক্ষর বি. সংযুক্ত বর্ণ, একত্রে লিখিত ও উচ্চারিত একাধিক ব্যঞ্জনবর্ণ, যেমন ক্ত, চ্ছ।

Processing time: 1.2 s