মুড়ি definitions

Bangla-Tangla Dictionary
মুড়ি
1. (+ দেওয়া = to wrap onself up, such as with a shawl)
2. crispy rice

1st person present simple tense of মোড়া:
মোড়া – to wrap around, to cover

1st person present imperative tense of মোড়া:
মোড়া – to wrap around, to cover

Samsad Bengali-English Dictionary
মুড়ি1 [ muṛi1 ] n a kind of food made by parching rice on hot sand. মুড়ি2 [ muṛi2 ] n the severed head of a goat, fish etc,; a counterfoil (চেকমুড়ি). মুড়িঘন্ট n. a highly seasoned dish prepared with the head of fish or of a goat, sheep, etc. মুড়ি3 [ muṛi3 ] n a folded edge or hem of cloth etc.; covering or wrapping. মুড়ি দেওয়া v. to hem; to cover or wrap oneself (কাঁথা মুড়ি দেওয়া). মুড়ি-সেলাই n. a hem stitch, a hem. মুড়ি-সেলাই দেওয়া বা করা v. to hem-stitch, to hem. 1st person present simple tense of মোড়া: মুড়া2, মোড়া [ muṛā2, mōṛā ] v to cover, to wrap; to enclose (খামে চিঠি মোড়া); to fold (বিছানা মোড়া); to double up (হাঁটু মুড়ে বসা); to contort or twist or bend (দেহ মোড়া); to ravel in, to wind round (আঙ্গুলে সুতো মোড়া). 1st person present simple tense of মোড়া: মুড়া3, মোড়া [ muṛā3, mōṛā ] v to pollard, to lop; to eat of the top (of) (ছাগলে গাছ মুড়েছে); to shave (মাথা মোড়া) 1st person present imperative tense of মোড়া: মুড়া2, মোড়া [ muṛā2, mōṛā ] v to cover, to wrap; to enclose (খামে চিঠি মোড়া); to fold (বিছানা মোড়া); to double up (হাঁটু মুড়ে বসা); to contort or twist or bend (দেহ মোড়া); to ravel in, to wind round (আঙ্গুলে সুতো মোড়া). 1st person present imperative tense of মোড়া: মুড়া3, মোড়া [ muṛā3, mōṛā ] v to pollard, to lop; to eat of the top (of) (ছাগলে গাছ মুড়েছে); to shave (মাথা মোড়া)
Samsad Bangla Abhidhan
মুড়ি1 [ muṛi1 ] বি. তপ্ত বালিতে ভাজা চাল, তপ্ত বালিতে চাল ভেজে প্রস্তুত হালকা খাবার বিশেষ।[ধ্বন্যা. তু. মুড়মুড়]। মুড়ি2 [ muṛi2 ] বি. 1 বস্ত্রাদি ভাঁজ করার কিনারা (মুড়ি সেলাই); 2 আবরণ, ঢাকনা (লেপমুড়ি দেওয়া)। [মুড়া1 দ্র]। মুড়ি3 [ muṛi3 ] বি. 1 মুণ্ড, মাথা (পাঁঠার মুড়ি, মাছের মুড়ি); 2 প্রথম প্রান্তের অংশ (চেকমুড়ি)। [বাং. মুড়া 2 + ই তু. মুণ্ডি]। ~ঘন্টা বি. মাছের মুড়ো ডাল ইত্যাদি দিয়ে প্রস্তুত ব্যঞ্জনবিশেষ। মুড়ো-মুড়া2 [ muṛō-muṛā2 ] ও মুড়ি3 এর কথ্য রূপ। মুরি, মুড়ি [ muri, muṛi ] বি. (আঞ্চ.) নর্মদা।[দেশি.]। 1st person present simple tense of মোড়া: মুড়া1, মোড়া [ muṛā1, mōṛā ] বি. ক্রি. 1 আবৃত বা বেষ্টিত করা ('চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী': রবীন্দ্র); 2 জড়ানো (কাগজে মোড়া); 3 ভাঁজ বা সংকুচিত করা (হাঁটু মুড়ে বসা); 4 মোচড়ানো বা বাঁকানো (গা মোড়া); 5 পাকানো (আঙ্গুলে তার মোড়া)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ. মংড < সং. √ মণ্ড্-তু. হি. √ মঢ়]। ~নো ক্রি. বি. আবৃত বা বেষ্টিত করানো; ভাঁজ বা সংকুচিত করানো; পাক বা মোচড় দেওয়ানো বা দেওয়া; বাঁকা করানো বা করা। ☐ বিণ. উক্ত সব অর্থে। 1st person present simple tense of মোড়া: মুড়া2, মোড়া [ muṛā2, mōṛā ] (কথ্য). মুড়ো বি. 1 মুণ্ড (মাছের মুড়ো); 2 আগা; 3 প্রান্ত (এ-মুড়ো থেকে ও-মুড়ো); 4 আঁচল ছেঁড়া কাপড়; 5 পরিধেয় বস্ত্র খুঁট বা টুকরো। ☐ বিণ. 1 মুণ্ডিত (মোড়া মাথা, মোড়া গাছ); 2 ক্ষয়প্রাপ্ত (মুড়ে ঝাঁটা); 3 নির্জল (মুড়া মাখন)। ☐ ক্রি. 1 মুণ্ডিত করা (মাথা মোড়ানো); 2 অগ্রভাগ বা বাড়তি ডালপালা ছাঁটা (গাছ মোড়ানো); 3 বৃক্ষাদির ডগা খাওয়া (ছাগলে গাছগুলো মুড়িয়েছে)। [সং. √ মুণ্ড্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 মুণ্ডিত করা বা করানো, ন্যাড়া করা বা করানো; 2 আগা ছাঁটা বা ছাটানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। 1st person present imperative tense of মোড়া: মুড়া1, মোড়া [ muṛā1, mōṛā ] বি. ক্রি. 1 আবৃত বা বেষ্টিত করা ('চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী': রবীন্দ্র); 2 জড়ানো (কাগজে মোড়া); 3 ভাঁজ বা সংকুচিত করা (হাঁটু মুড়ে বসা); 4 মোচড়ানো বা বাঁকানো (গা মোড়া); 5 পাকানো (আঙ্গুলে তার মোড়া)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ. মংড < সং. √ মণ্ড্-তু. হি. √ মঢ়]। ~নো ক্রি. বি. আবৃত বা বেষ্টিত করানো; ভাঁজ বা সংকুচিত করানো; পাক বা মোচড় দেওয়ানো বা দেওয়া; বাঁকা করানো বা করা। ☐ বিণ. উক্ত সব অর্থে। 1st person present imperative tense of মোড়া: মুড়া2, মোড়া [ muṛā2, mōṛā ] (কথ্য). মুড়ো বি. 1 মুণ্ড (মাছের মুড়ো); 2 আগা; 3 প্রান্ত (এ-মুড়ো থেকে ও-মুড়ো); 4 আঁচল ছেঁড়া কাপড়; 5 পরিধেয় বস্ত্র খুঁট বা টুকরো। ☐ বিণ. 1 মুণ্ডিত (মোড়া মাথা, মোড়া গাছ); 2 ক্ষয়প্রাপ্ত (মুড়ে ঝাঁটা); 3 নির্জল (মুড়া মাখন)। ☐ ক্রি. 1 মুণ্ডিত করা (মাথা মোড়ানো); 2 অগ্রভাগ বা বাড়তি ডালপালা ছাঁটা (গাছ মোড়ানো); 3 বৃক্ষাদির ডগা খাওয়া (ছাগলে গাছগুলো মুড়িয়েছে)। [সং. √ মুণ্ড্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 মুণ্ডিত করা বা করানো, ন্যাড়া করা বা করানো; 2 আগা ছাঁটা বা ছাটানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।

Processing time: 1.27 s