মুক্তিযোদ্ধা definitions

Bangla-Tangla Dictionary
মুক্তিযোদ্ধা – freedom fighter
Samsad Bangla Abhidhan
মুক্তি [ mukti ] বি. 1 মোক্ষ, ত্রাণ, জীবজন্ম-পরিগ্রহ থেকে ও তৎসম্পর্কিত বন্ধনাদি থেকে অব্যাহতি; 2 মোহ বাসনাদির অবসান; 3 পরিত্রাণ, নিষ্কৃতি, রেহাই (দায়মুক্তি); 4 বন্ধন অবরোধ বাধা নির্যাতন প্রভৃতি থেকে অব্যাহতি বা উদ্ধার (কারামুক্তি); 5 আরোগ্যলাভ (রোগমুক্তি); 6 স্বাধীনতালাভে (দেশের মুক্তি)। [সং. √ মুচ্ + তি]। ~দাতা (-তৃ) বি. যে মুক্তি দেয়। স্ত্রী. ~দাত্রী। ~নামা বি. ছাড়পত্র, অন্য দেশে যাবার অনুমতিপত্র, passport ~পণ বি. মুক্তিলাভের জন্য প্রদেয় অর্থ। ~পত্র বি. (প্রধানত ঋণ বন্ধক কারাদণ্ড প্রভৃতি থেকে) অব্যাহতি লাভের নির্দেশসূচক লিপি বা দলিল। ~যুদ্ধ বি. দেশের স্বাধীনতার যুদ্ধ। ~যোদ্ধা (-দ্ধৃ) বি. যে ব্যক্তি দেশের স্বাধীনতার জন্য লড়াই করে। ~স্নান বি. চন্দ্রসূর্যের রাহুমুক্তি উপলক্ষ্যে স্নান।

Processing time: 1.28 s