মাতা definitions

Bangla-Tangla Dictionary
মাতা – to get into a frenzy, to go crazy

2nd person intimate present imperative tense of মাতানো:
মাতানো – to cause to get into a frenzy, to cause to go crazy

Samsad Bengali-English Dictionary
মাতা1 [ mātā1 ] n mother. ~পিতা n. pl. parents. ~পিতৃহীন a. parentless, orphan. fem. ~পিতৃহীনা । ~মহ n. the father or an uncle of one's mother, a maternal grandfather. fem. ~মহী the mother or an aunt of one's mother, a maternal grandmother. মাতা2 [ mātā2 ] v to go mad; (of elephants etc.) to be seized with must, to be in must; to run amuck; to be frenzied or maddened; to be beside onelself, to be overwhelmed with; to be absorbed (in); to become feverishly enthusiastic; to be greatly excited; to indulge in a revel-rout; to rise and swell by the action of fermentation, to ferment. 2nd person intimate present imperative tense of মাতানো: মাতানো [ mātānō ] v to send one mad; (of elephants etc.) to cause to be in must; to send one amuck; to madden; to overwhelm; to cause to be absorbed (in); to excite greatly; to cause to indulge in a revel rout; to delight greatly; to ferment. ☐ a. maddening, highly delightful (মনমাতানো গন্ধ).
Samsad Bangla Abhidhan
মাতা [ mātā ] বি. 1 মা, জননী; 2 গর্ভধারিণী ধাত্রী গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্মী পৃথিবী ও গাভি-শাস্ত্রোক্ত এই সপ্তমাতা; 3 মাতৃস্থানীয়া বা কন্যাস্থানীয়া নারী (শ্বশ্রূমাতা, বধূমাতা)। [সং. √ মা + তৃ]। ~পিতা (-তৃ) বি. জনক জননী, বাপ-মা। ~পিতৃ-হীন বিণ. বাবা-মা যার নেই। ~মহ বি. মায়ের বাবা। ~মহী বি. (স্ত্রী.) মায়ের মা। মাতা2 [ mātā2 ] ক্রি. 1 মত্ত হওয়া, খেপে যাওয়া (হাতিটা মেতে গেছে); 2 মুগ্ধ বিভোর বা আত্মহারা হওয়া, উৎসাহে ভরপুর হওয়া, উৎসাহভরে কাজে নিবিষ্ট হওয়া ('ওরে ওরে আমার মন মেতেছে': রবীন্দ্র; ছেলেরা খেলায় মেতেছে); 3 গেঁজে ওঠা (খেজুরের রস মেতেছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. মাতা < সং. √ মদ্]। ~নো ক্রি. বি. 1 মত্ত করা; 2 মুগ্ধল ও উল্লসিত করা, বিভোর বা আত্মহারা করা (দেশকে মাতিয়ে তোলা); 3 গাঁজানো। ☐ বিণ. উক্ত সব অর্থে; (সমাসের উত্তরপদে) মত্ত, উৎসাহিত বা উল্লসিত করে এমন (মনমাতানো সুর, প্রাণমাতানো খেলা)। ~মাতি বি. 1 ক্রমাগত মাতালের মতো আচরণ; 2 দাপাদাপি, দুরন্তপনা (ঢেউয়ের মাতামাতি, হাওয়ার মাতামাতি)। 2nd person intimate present imperative tense of মাতানো: মাতা2 [ mātā2 ] ক্রি. 1 মত্ত হওয়া, খেপে যাওয়া (হাতিটা মেতে গেছে); 2 মুগ্ধ বিভোর বা আত্মহারা হওয়া, উৎসাহে ভরপুর হওয়া, উৎসাহভরে কাজে নিবিষ্ট হওয়া ('ওরে ওরে আমার মন মেতেছে': রবীন্দ্র; ছেলেরা খেলায় মেতেছে); 3 গেঁজে ওঠা (খেজুরের রস মেতেছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. মাতা < সং. √ মদ্]। ~নো ক্রি. বি. 1 মত্ত করা; 2 মুগ্ধল ও উল্লসিত করা, বিভোর বা আত্মহারা করা (দেশকে মাতিয়ে তোলা); 3 গাঁজানো। ☐ বিণ. উক্ত সব অর্থে; (সমাসের উত্তরপদে) মত্ত, উৎসাহিত বা উল্লসিত করে এমন (মনমাতানো সুর, প্রাণমাতানো খেলা)। ~মাতি বি. 1 ক্রমাগত মাতালের মতো আচরণ; 2 দাপাদাপি, দুরন্তপনা (ঢেউয়ের মাতামাতি, হাওয়ার মাতামাতি)।

Processing time: 1.3 s