ভ্রাতৃত্ব definitions

Bangla-Tangla Dictionary
ভ্রাতৃত্ব – brotherhood
Samsad Bengali-English Dictionary
ভ্রাতৃ [ bhrātṛ ] n (used as a pfx.) a brother. ~ঘাতক n. a fratricide. ~ঘাতী a. fratricidal. ~জায়া n. a brother's wife, a sister-in-law. ~ত্ব n. the state of being a brother; fraternity, brotherhood. ~দ্বিতীয়া n. the second lunar day of the bright fortnight in the month of Kartik (কার্তিক) when is held the Hindu ceremony of marking brother's foreheads by their sisters with sandalwood-paste. ~প্রেম n. fraternal or brotherly love. ~বৎ a. & adv. like a brother. ~বৎসল a. affectionate towards one's brothers, full of fraternal love. fem. ~বৎসলা । ~বধ n. fratricide. ~বধূ same as ~জায়া । ~ভাব n. brotherly feeling, brotherliness. ~স্নেহ n. brotherly love. ~হত্যা n. fratricide. ~হত্যাকারী a. fratricidal. ☐ n. a fratricide.
Samsad Bangla Abhidhan
ভ্রাতৃ [ bhrātṛ ] বি. (সমাসের পূর্বপদে) ভাই। [সং √ ভ্রাজ্ + তৃ]। ~কন্যা বি. (স্ত্রী.) ভ্রাতুষ্পুত্রী, ভাইঝি। ~জায়া, ~বধূ বি. (স্ত্রী.) ভাইয়ের স্ত্রী। ~ত্ব বি. ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃভাব (ভ্রাতৃত্বের বন্ধন)। ~দ্বিতীয়া বি. কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে চন্দনাদির চিহ্ন এঁকে দেবার হিন্দু অনুষ্ঠানবিশেষ ভাইফোঁটা। ~প্রতিম বিণ ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে চন্দনাদির চিহ্ন এঁকে দেবার হিন্দু অনুষ্ঠানবিশেষ, ভাইফোঁটা। ~প্রতিম বিণ. ভাইয়ের সমান বা ভাইয়ের মতো। ~প্রেম, ~.স্নেহ বি ভাইকে ভালোবাসা ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা। ~ব্য বি. ভাইপো। স্ত্রী. ~ব্যা ভাইঝি। ~ভাব বি. ভাই-ভাই ভাব, ভাই বলে মনে করা। ~স্থানীয় বিণ. ভাই বলে গণনীয়; ভাইয়ের মতো প্রীতির সম্বন্ধযুক্ত।

Processing time: 1.19 s