ভোজন definitions

Bangla-Tangla Dictionary
ভোজন – feast
Samsad Bengali-English Dictionary
ভোজন [ bhōjana ] n eating; feeding (কাঙালি ভোজন); a feast (বনভোজন); an article of food, food (কুভোজন). ভোজন করা v. to eat. ভোজন করানো v. to feed. ভোজনং যত্রতত্র শয়নং হট্টমন্দিরে practice of living a wild life in which one has no settled place for eating or sleeping, (cp.) Bohemianism, vagabondage. ~দক্ষিণা n. a honorarium paid by a host to a Brahman for the latter's condescending to eat the food offered by the former. ~পটু a. capable of eating voraciously, voracious. ~পাত্র n. a dinner-plate. ~বিলাস n. gourmandise, indulgence in good eating; gluttony, voraciousness. ~বিলাসী a. gourmand, voracious. ভোজনবিলাসী ব্যক্তি a gourmand; a glutton. ~শালা, ভোজনাগার n. a dining-room, a dining-hall; an eating-house; a hotel, a restaurant. ভোজনাবশিষ্ট, ভোজনাবশেষ same as ভুক্তাবশিষ্ট । ভোজনালয় n. an eating-house, a restaurant, a hotel.
Samsad Bangla Abhidhan
ভক্ষক [ bhakṣaka ] বিণ. বি. যে ভক্ষণ করে বা খায় (যে রক্ষক, সে-ই ভক্ষক)। [সং. √ ভক্ষ + অক]। ভক্ষণ বি. খাওয়া, ভোজন (একবেলা তণ্ডুল ভক্ষণ)। ভক্ষণীয়, ভক্ষ্য বিণ. খাওয়া বা ভোজন করা উচিৎ এমন, ভোজ্য। ভক্ষিত বিণ. খাওয়া হয়েছে এমন। ভক্ষ্যাব-শেষ বি. খাওয়ার পরে যা অবশিষ্ট থাকে। ভক্ষ্যাভক্ষ্য বি. খাদ্য ও অখাদ্য, খাওয়ার উপযুক্ত ও অনুপযুক্ত খাদ্য। ☐ বিণ. খাওয়ার যোগ্য ও অযোগ্য।

Processing time: 1.2 s