ভেদাভেদ definitions

Bangla-Tangla Dictionary
ভেদাভেদ – discrimination
Samsad Bengali-English Dictionary
ভেদ [ bhēda ] n piercing; cleavage, split; difference; dissimilarity; disagreement, dissension; hostility; disunity; estrangement; antagonism, quarrel; separation; differentiation, discrimination; penetration (ব্যূহভেদ); disintegration; ex position, expounding, deciphering (অর্থভেদ); change, alteration (বুদ্ধিভেদ); a kind, a sort (রূপভেদ); looseness of bowels, diarrhoea. ভেদ করা v. to pierce, to cleave, to split; to differentiate, to discriminate; to penetrate; to expose, to expound, to decipher. ভেদ জন্মানো v. to sow dissension or discord; to disintegrate; to estrange. ~ a. one who or that which pierces or cleaves or splits or disintegrates or differentiates or discriminates or penetrates. ~জ্ঞান n. perception of difference; discrimination; partiality. ~ piercing; cleaving; split ting; penetration. ~নীয় a. capable of being pierced or cleft or split or penetrated, pregnable, vulnerable. ~নীতি n. the policy of discrimination. ~বমি n. diarrhoea attended with vomitting; cholera. ~বুদ্ধি same as ~জ্ঞান । ভেদাভেদ n. discriminatory treatment; discrimination; sense of meum and tuum (mine and thine). ভেদিত a. pierced; cleaved, split. ভেদী same as ভেদক । ভেদ্য same as ভেদনীয় ।
Samsad Bangla Abhidhan
ভেদ [ bhēda ] বি. বেধন ছেদন (লক্ষ্যভেদ, মৃত্তিকাভেদ); 2 পার্থক্য (মতভেদ, জাতিভেদ, অবস্থাভেদে); 3 অনৈক্য, বিরোধ (ভেদবুদ্ধি, আদর্শগত ভেদ); 4 বিচ্ছেদ, মনান্তর, বিরূপতা (ভেদাভেদ); 5 বাধা দূর করে ভিতরে প্রবেশ (বূহ্যভেদ); 6 বিভেদ সৃষ্ঠির রাজনীতিক পন্থাবিশেষ (ভেদনীতি); 7 উদ্ঘাটন (রহস্যভেদ); 8 রেচন, দাস্ত, পাতলা পায়খানা (ভেদবমি)। [সং. √ ভিদ্ + অ]। ~ ভেদী (-দিন্) বিণ ভেদকারক, ছেদক। ~কারক ~কারী (রিন্) বিণ. ভেদকের -এর অনুরূপ। ~জ্ঞান ~বুদ্ধি বি 1 পার্থক্যের বোধ; 2 বিরোধ মনোভাব। বি. ভেদ করা। ~নীয় ভেদ্য বিণ ভেদ করা যায় বা উচিত এমন (সূচিভেদ্য) ভেদাভেদ বি 1 বৈষম্য ও সাম্য; 2 আপনপর জ্ঞান; 3 (দর্শ.) পরমাত্মা ও জীবাত্মা এক হয়েও দুই, দুই হয়েও এক-এই তত্ত্ব; 4 পার্থক্য। ভেদিত বিণ. ভেদ করা হয়েছে এমন।

Processing time: 2.52 s