ভক্তি definitions

Bangla-Tangla Dictionary
ভক্তি – devotion (+ করে = devoutly)
Samsad Bengali-English Dictionary
ভক্তি [ bhakti ] n devotion; worship; devoutness, piety; profound admiration; strong attachment or addiction; obedience; trust or faith or reliance; inclination or relish or appetite (খাবারে ভক্তি); earnest pursuit, devotion (পড়াশোনায় ভক্তি). ভক্তি করা v. to be devoted to; to worship; to admire profoundly; to follow faithfully; to have trust or faith (in); to rely; to have inclination or relish or appetite (for); to be earnest (in), to pursue earnestly. ~গ্রন্থ n. a devotional book. ~চিহ্ন n. a mark or sign of devotion. ~তত্ত্ব n. the doctrine or cult of or a treatise on devotion or devoutness or piety. ~পথ n. devotion (without knowledge or practice) as the only means of attaining salvation, the path of devotionalism. ~পরায়ণ a. devoted (to); worshipful; devout; strongly attached or addicted (to); having pro found admiration (for); reverent; having trust or faith (in), reliant; having inclination or relish or appetite (for); earnest, earnestly pursuing. fem. ~পরায়ণা । ~পরায়ণতা n. devotion; worshipfulness; devoutness; strong attachment or addiction; profound admiration; earnestness, earnest pursuit, ~পূর্বক adv. with devotion; reverentially; with trust or faith or reliance; willingly or with pleasure (ভক্তিপূর্বক খাওয়া বা নেওয়া); earnestly (ভক্তিপূর্বক প়ড়াশোনা করা). ~প্লুতচিত্ত n. mind steeped in piety. ~বাদ n. the doctrine holding that salvation is attainable by means of devotion only (without knowledge and practice); devotionalism. ~বাদী a. devotionistic, devotionalistic. ☐ n. a devotionist, a devotionalist. ~ভরে same as ভক্তিপূর্বক । ~ভাজন n. a reverend or venerable or adorable person or object. ☐ a. reverend; venerable; adorable. ~ভাব n. devout or worshipful or devoted or reverential disposition of mind. ~ভাবে adv. devoutly; worshipfully; devotedly; de votionally; reverentially. ~মান same as ~পরায়ণ fem. ~মতী । ~মার্গ same as ~পথ । ~মূলক a. devotional. ~যোগ n. worship of God or effort to attain beatitude by means of devotion only (irrespective of knowledge or practice). ~রস n. (rhet.) the sentiment of devotion. ~শীল same as ~পরায়ণ । fem. ~শীলা । ~শূন্য, ~হীন a. devoid of devotion or devoutness; irreverent; having no attachment (to); having no trust or faith (in), unreliant; having no inclination or relish or appetite (for); devoid of earnestness or willingness.
Samsad Bangla Abhidhan
ভক্তি [ bhakti ] বি পূজনীয় বা শ্রদ্ধেয় ব্যক্তির প্রতি শ্রদ্ধা বা অনুরাগ ('ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর')। [সং. √ ভজ্ + তি]। ~গীতি বি. ভক্তি প্রকাশ পায় এমন গান, যে গানে ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করা হয়। ~তত্ব বি. ভক্তিবিষয়ক শাস্ত্র বা জ্ঞানপূর্ণ আলোচনা ~পথ, ~মার্গ বি. ভক্তিবলে মুক্তি বা মোক্ষ লাভের উপায়। ~বাদ বি. জ্ঞান বা কর্ম নয় বিশুদ্ধ ভক্তির দ্বারাই সিদ্ধি বা মুক্তি লাভ করা যায় এই মত। ~বিহ্বল বিণ. ভক্তিতে আত্মহারা বা আপ্লুত। ~ভরে ক্রি-বিণ. ভক্তি সহকারে, ভক্তির সঙ্গে (ভক্তিভরে প্রণাম করলেন)। ~ভাজন বিণ. ভক্তির পাত্র, যাকে ভক্তি করা যায় বা উচিত। ~মান (-মৎ) বিণ. ভক্ত; ভক্তিযুক্ত (ভক্তিমান পূজারি)। স্ত্রী. ~মতী। ~মূলক বিণ. ভক্তিবিষয়ক, ভক্তিসম্পর্কিত (ভক্তিমূলক গ্রন্থ, ভক্তিমূলক আলোচনা)। ~যোগ বি. ভক্তির দ্বারা ঈশ্বরের আরাধনা। ~রস বি. (অল.) সাহিত্যের নবরসের অন্যতম। ~হীন বিণ. প্রাণে বা মনে ভক্তি নেই এমন (ভক্তিহীন পূজাকে ভণ্ডামি বলা যায়)।

Processing time: 2.37 s