বয়ঃসন্ধি definitions

Bangla-Tangla Dictionary
বয়ঃসন্ধি – adolescence
Samsad Bengali-English Dictionary
বয়ঃ [ baẏḥ ] n age; longevity or lifetime; youth or majority. ~ক্রম n. age. ~প্রাপ্ত, ~স্থ a. one who has attained youth or (loos.) marriageable age; of age, grown-up. fem. ~প্রাপ্তা, ~স্থা । বয়ঃপ্রাপ্ত পুরুষ বা স্ত্রীলোক an adult, a major. ~সন্ধি n. adolescence. ~সীমা n. age-limit.
Samsad Bangla Abhidhan
বয়ঃ [ baẏḥ ] (-য়স্) বি. 1 বয়স (বয়ঃসন্ধি, বয়ঃক্রম); 2 আয়ু, জীবনকাল; 3 যৌবন, সাবালকত্ব (বয়ঃপ্রাপ্ত)। [সং. বয়্ (-গতি) + অস্]। ~ক্রম বিণ. বয়স। ~প্রাপ্ত বিণ. প্রাপ্তবয়স্ক, সাবালক, যৌবনপ্রাপ্ত। ~সন্ধি বি. বাল্যের শেষ এবং যৌবন বা কৈশোরের আরম্ভকাল। ~স্থ, বয়স্থ বিণ. বয়ঃপ্রাপ্ত, যুবক; মধ্যবয়স্ক, প্রৌঢ়, প্রবীণ। ~স্থা, বয়স্থা বিণ. (স্ত্রী.) 1 বয়ঃপ্রাপ্তা, সোমত্ত; বিবাহের উপযুক্ত বয়ঃপ্রাপ্তা; 2 মধ্যবয়স্কা, প্রৌঢ়া, প্রবীণা।

Processing time: 1.19 s