বিলি definitions

Bangla-Tangla Dictionary
বিলি – distribution, delivery (+ করা = to distribute, to deliver), (চুলে ~ কাটা = to comb someone's hair using fingers)
Samsad Bengali-English Dictionary
বিলি [ bili ] n distribution (টাকা বিলি); allotment, assignment (কাজ বিলি); act of handing over under specific terms and conditions, settlement (জমি বিলি); delivery (চিঠি বিলি). বিলি করা v. to distribute; to allot; to settle (land); to deliver.
Samsad Bangla Abhidhan
উলি [ uli ] বি. চুলের মধ্যে আঙুল চালিয়ে বিলে কাটা ('আল্যালে মাথায় চুলি, না জানি করিতে উলি': ব. প.)। [বিলি দ্র]। বিলি [ bili ] বি. 1 বিতরণ (চিঠি বিলি করা); 2 বন্দোবস্ত, খাজনার বিনিময়ে প্রদান (জমি বিলি); 3 সম্পাদনের দায়িত্ব অর্পণ বা বণ্টন (কাজ বিলি); 4 শৃঙ্খলা। [বাং. √ বিলা + ই]। বিলি-বন্দোবস্ত বি. খাজনার বিনিময়ে প্রদান (জমির বিলি-বন্দোবস্ত এখনও সম্পূর্ণ হয়নি)।

Processing time: 1.42 s