বিচলিত definitions

Bangla-Tangla Dictionary
বিচলিত – disturbed
Samsad Bengali-English Dictionary
বিচলিত, বিচল [ bicalita, bicala ] a agitated, perturbed; swerving, deviation, straying, strayed (ধর্মপথ থেকে বিচলিত); wavering. বিচলিত করা v. to agitate, to perturb; to cause to swerve or stray or waver. বিচলিত হওয়া v. to be agitated or moved; to deviate or swerve. fem. বিচলিতা, বিচলা ।
Samsad Bangla Abhidhan
বিচল, বিচলিত [ bicala, bicalita ] বিণ. 1 অস্থির, চঞ্চল (দুঃখে বিচলিত, বিচলিত মন, কর্তব্যে অবিচল); 2 আন্দোলিত, আলোড়িত; 3 স্খলিত, ভ্রষ্ট (ধর্মপথ থেকে বিচলিত হওয়া); 4 স্থানচ্যুত। [সং. বি + √ চল্ + অ, ত]। স্ত্রী. বিচলা, বিচলিতাবিচলন বি. 1 অস্থিরতা, চঞ্চলতা; 2 আলোড়ন; 3 স্খলন; 4 এক স্থান থেকে অন্য স্থান সরে যাওয়া।

Processing time: 1.25 s