বিগড়ানো definitions

Bangla-Tangla Dictionary
বিগড়ানো – to become inoperative, to not be working right
Samsad Bengali-English Dictionary
বিগড়ানো [ bigaṛānō ] v to corrupt or spoil or to be corrupted or spoilt, to send or go to the bad (ছেলে বিগড়ানো); to deprave or be depraved (চরিত্র বিগড়ানো); to confuse or be confused (বুদ্ধি বিগড়ানো); to put or go out of order (কলবিগড়ানো); to make or become disloyal or hostile or unfriendly or refractory (প্রজা বা সাক্ষী বা বন্ধু বা ঘোড়া বিগড়ানো); to upset or be upset (মন বিগড়ানো). মত বিগড়ানো v. to change one's mind.
Samsad Bangla Abhidhan
বিগড়নো, বিগড়ানো [ bigaṛnō, bigaṛānō ] ক্রি. বি. 1 বিকৃত বা নষ্ট হওয়া (বুদ্ধি বিগড়ানো); 2 অচল হওয়া বা করা (কল বিগড়ানো, মেশিন বিগড়ানো); 3 কুপথে যাওয়া বা কুপথগামী করা, অধঃপতিত হওয়া বা অধঃপতিত করা (বন্ধুরাই ছেলেটাকে বিগড়েছে, চরিত্র বিগড়ানো); 4 প্রতিকূল হওয়া বা করা (সাক্ষী বিগড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [হি. বিগাড়-তু. সং. বি + √ ঘট্]।

Processing time: 1.59 s