বাগানো definitions

Bangla-Tangla Dictionary
বাগানো – to grab, to bag
Samsad Bengali-English Dictionary
বাগানো [ bāgānō ] v to bring under control; to break (বদমেজাজি ঘোড়াকে বাগানো); to manage, to obtain (চাকরি বাগানো, টাকা বাগানো); to manage to have performed or executed or done (কাজ বাগানো); to wangle (ছুটি বাগানো); to flourish (তেড়ি বাগানো); to defalcate or misappropriate (তবিল থেকে বাগানো).
Samsad Bangla Abhidhan
বাগানো [ bāgānō ] ক্রি. বি. 1 কৌশলে আয়ত্ত বা বশীভূত করা (পাগলা ঘোড়াকে বাগানো); 2 আদায় বা লাভ করা (কাজ বাগানো); 3 বিন্যাস করা (টেরি বাগানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাগা দ্র]।

Processing time: 1.27 s