বাঁদর definitions

Bangla-Tangla Dictionary
বাঁদর – monkey
Samsad Bengali-English Dictionary
বাঁদর [ bān̐dara ] n the monkey; the ape; (dero.) a mischievous person. fem. বাঁদরি । ~মুখো a. having a face as ugly as that of a monkey. fem. বাঁদরমুখি । বাঁদরামি, বাঁদরামো n. mischievousness; a monkey-trick; monkeyism. বাঁদুরে a. monkeyish.
Samsad Bangla Abhidhan
বাঁদর [ bān̐dara ] বি. বানর। ☐ বিণ. বাঁদরের মতো আচরণ বা স্বভাববিশিষ্ট (বাঁদর ছেলে)। [হি. বান্দর]। বি. স্ত্রী. বাঁদরিবাঁদর নাচানো ক্রি. বি. বাঁদরকে খেলানো; (আল.) উৎপাত করার জন্য উসকানি দেওয়া। ~মুখো বিণ. বাঁদরের মতো কুৎসিত মুখবিশিষ্ট। বিণ. স্ত্রী. ~মুখিবাঁদরামি, বাঁদরামো বি. বাঁদরের মতো উৎকট দুষ্টামি, অসভ্য ও বিরক্তিকর আচরণ। বাঁদুরে বিণ. বাঁদরসুলভ; উৎকট দুষ্টামিবিশিষ্ট।

Processing time: 1.24 s