ফোঁপানো definitions

Bangla-Tangla Dictionary
ফোঁপানো – to sob
Samsad Bengali-English Dictionary
ফুঁপান, ফোঁপানো [ phum̐pāna, phōm̐pānō ] v to whimper, to sob; (inc.) to growl suppressedly in anger. ফুঁপানি, ফোঁপানি n. a whimper, a sob, a suppressed angry growl.
Samsad Bangla Abhidhan
ফুঁপা, ফোঁপা [ phum̐pā, phōm̐pā ] ক্রি. ফোঁস ফোঁস শব্দ করে কাঁদা, ফুঁপিয়ে কাঁদা। [ধ্বন্যা.]। ~নি বি. 1 গুমরে কাঁদা; 2 চাপা গর্জন। ~নো ক্রি. বি. 1 গুমরে কাঁদা, ফুলে ফুলে কাঁদা; 2 রাগে বা দুঃখে চাপা গর্জন করা। ফোঁপা, ফোঁপানো, ফোঁপানি [ phōm̐pā, phōm̐pānō, phōm̐pāni ] যথাক্রমে ফুঁপা, ফুঁপানো ও ফুঁপানি -র চলিত ও কথ্য রূপ।

Processing time: 1.2 s