ফাঁপা definitions

Bangla-Tangla Dictionary
ফাঁপা – to bloat, to swell
Samsad Bengali-English Dictionary
ফাঁপা [ phām̐pā ] v to swell, to inflate, to distend; to become flatulent; to flourish, to pros per (লোকটা ফেঁপে উঠেছে) . ☐ a. hollow; swelled, inflated, distended; flatulent. ফাঁপানো v. to inflate; to swell; to extol exaggeratedly, to puff up. ☐ a. inflated; swelled.
Samsad Bangla Abhidhan
ফাঁপ [ phām̐pa ] বি. স্ফীতি, ফুলে ওঠার ভাব (পেটের ফাঁপটা কমছে না)। [ফাঁপা দ্র]। ফাঁপা [ phām̐pā ] বি. ক্রি. 1 স্ফীত হওয়া, ফুলে বা বেড়ে ওঠা (পেট ফাঁপা); 2 অপ্রত্যাশিতভাবে সমৃদ্ধি হওয়া (লোকটা অল্পদিনের মধ্যেই ফেঁপে উঠেছে); 3 ফাঁপানো। ☐ বিণ. 1 স্ফীত (ফাঁপা পেট); 2 শূন্যগর্ভ, অন্তঃসারশূন্য (ফাঁপা বালা); 3 বায়ুপূর্ণ। [প্রাকৃ. √ ফংফ > বাং. ফাঁপ + আ]। ~নো ক্রি. বি. 1 ফাঁপিয়ে তোলা, স্ফীত করা, ফুলানো; 2 অতিরিক্ত প্রশংসা করে গর্বিত বা অহংকৃত করা (ছেলেটাকে তোমরাই ফাঁপিয়ে তুলেছ); 3 বায়ুপূর্ণ করা। ☐ বিণ. উক্ত সব অর্থে।

Processing time: 1.32 s