প্রসাধন definitions

Bangla-Tangla Dictionary
প্রসাধন – spreading out (+ করা = to spread out)
Samsad Bengali-English Dictionary
প্রসাধন [ prasādhana ] n dressing, toilet, toilette; embellishment, decoration. প্রসাধন করা v. to dress (usu. oneself); to make (one's) toilet; to embellish; to decorate. প্রসাধনী n. a comb; a toilet article, toiletry, a cosmetic.
Samsad Bangla Abhidhan
প্রসাধক [ prasādhaka ] দ্র প্রসাধন প্রসাধন [ prasādhana ] বি. 1 অঙ্গসজ্জাসম্পাদন, অঙ্গশোভাবর্ধন; 2 অলংকরণ; 3 বেশবিন্যাস; 4 চিত্রণ; 5 সুষ্ঠুভাবে বা প্রকৃষ্টভাবে সম্পাদন; 6 অঙ্গরাগ, অঙ্গশোভার উপকরণ। [সং. প্র + √ সাধ্ + অন]। প্রসাধক বিণ. প্রসাধনকারী। স্ত্রী. প্রসাধিকাপ্রসাধনী বি. 1 অঙ্গরাগ; প্রসাধনদ্রব্য; 2 চিরুনি। প্রসাধিত বিণ. প্রসাধন বা সম্পাদন করা হয়েছে এমন; সজ্জিত, সজ্জীকৃত। প্রসাধনী, প্রসাধিকা, প্রসাধিত [ prasādhanī, prasādhikā, prasādhita ] দ্র প্রসাধন

Processing time: 1.87 s