প্রকৃতি definitions

Bangla-Tangla Dictionary
প্রকৃতি – nature (trees, animals, etc)
Samsad Bengali-English Dictionary
প্রকৃতি [ prakṛti ] n nature (শান্তপ্রকৃতি); behaviour, habit, instinct (অসৎপ্রকৃতি); natural qualities, nature (বস্তুপ্রকৃতি); the external world, nature; the power that creates and regulates the world, Nature; the primordial female energy; (phil.) illusion, maya; people or subjects; (gr.) a root word. ~গত a. pertaining to one's nature; instinctive, habitual; pertaining to physical nature, natural. ~জ, ~জাত a. natural; inborn, innate, inherent, native; instinctive. ~দত্ত a. given by nature, natural; innate. ~পুঞ্জ n. pl. people or subjects. ~পূজা n. nature-worship, animism. ~বাদ n. naturalism, material ism; (gr.) consideration of the root meaning of words, use of words in the root-meaning only, purism. ~বাদী a. naturalistic, materialistic; (gr.) puristic. ☐ n. a naturalist, a materialist; (gr.) a purist. ~বিজ্ঞান n. physics; natural science; natural philosophy. ~বিজ্ঞানী n. a naturalist; a physicist. ~বিরুদ্ধ a. contrary to nature. ~স্থ a. in one's natural or normal state; come to one's senses; recovered. প্রকৃতিস্থ হওয়া v. to come to one's senses; to regain one's mental balance; to recover.
Samsad Bangla Abhidhan
প্রকৃতি [ prakṛti ] বি. 1 স্বভাব, চরিত্র (মানবপ্রকৃতি, যেমন আকৃতি তেমনি প্রকৃতি); 2 অভ্যস্ত আচরণ (দুষ্ট প্রকৃতি); 3 স্বাভাবিক গুণাগুণ, ধর্ম (বস্তুপ্রকৃতি); 4 বাহ্যজগৎ, জগতের অকৃত্রিম পদার্থের সাধারণ নাম, নিসর্গ (প্রকৃতির কোলে বিশ্রাম, প্রকৃতির শোভা); 5 সৃষ্টির মূল বা আদি কারণ, আদ্যাশক্তি; 6 সত্ত্ব রজঃ ও তমঃ-এই ত্রিগুণের সাম্যাবস্থা; 7 সাংখ্যমতে নির্গুণ চৈতন্যময় পুরুষের বিপরীত ত্রিগুণাত্মক জড় তত্ত্ব; 8 প্রজাপুঞ্জ (প্রকৃতিরঞ্জন); 9 নারী (পুরুষ ও প্রকৃতি); 1 অবিদ্যা, মায়া; 11 (ব্যাক.) বিভক্তিহীন শব্দ বা ধাতু (প্রকৃতিপ্রত্যয়)। [সং. প্র + √ কৃ + তি]। ~গত বিণ. স্বভাবসিদ্ধ। ~, ~জাত, ~দত্ত, ~সিদ্ধ বিণ. স্বভাবজাত, স্বাভাবিক; নৈসর্গিক। ~পূজা বি. বৃক্ষ পর্বতাদি জড়-প্রকৃতির উপাসনা। ~প্রত্যয় বি. শব্দ বা ধাতুর বিভক্তি ও প্রত্যয়। ~বাদ বি. 1 প্রকৃতির দ্বারাই জগতের সৃষ্টি ও নিয়মন সাধিত হচ্ছে এই মত, জড়তত্ত্ব; 2 শব্দের ব্যুৎপত্তিগত বা মূল অর্থের বিচার। ~বিজ্ঞান বি. পদার্থবিজ্ঞান, physics, physical science. ~বিরুদ্ধ বিণ. স্বভাবগত নয় এমন; অস্বাভাবিক। ~স্থ বিণ. স্বাভাবিক অবস্থায় স্থিত (তখন সে প্রকৃতিস্থ ছিল না); সুস্থ, ধাতস্থ।

Processing time: 1.68 s