পিছে definitions

Bangla-Tangla Dictionary
পিছে – (~ + ~ = [postposition] following behind)
Samsad Bengali-English Dictionary
পাছে [ pāchē ] prep. & adv same as পিছে ।con. lest. পাছে পাছে same as পিছে পিছে । পিছে [ pichē ] prep at the back of; on the back of; towards the back of. ☐ adv. backwards; towards or in the past. পিছে পিছে on the back of, at one's heels, following, pursuing. locative of পিছ: পিছ, পিছন [ picha, pichana ] n the back; the backside, the rear; (fig.) the past. পিছনে চলা v. to go or move backwards; to retrograde; to return or recede. পিছনে চাওয়া, পিছনে দেখা v. to look to one's own back; to look back; (fig.) to look to or consider the past. পিছন পিছন, পিছনে পিছনে on the back of, at the heels of. পিছন ফেরা v. to turn back; to look back; (fig.) to look to or consider the past. পিছটান, পিছনটান n. (lit.) a pull from the back; (fig.) attachment to one's family circle which retards or impedes one's progress. পিছপা a. taken aback, recoiled; reluctant. পিছপা হওয়া v. to be taken aback, to recoil, to flinch (in fear, pain etc.); to be reluctant. পিছমোড়া a. pinioned at the back. পিছমোড়া করে বাঁধা to pinion one at one's back. পিছনে লাগা v. to tease or vex (somebody); to make fun play fully or annoyingly.
Samsad Bangla Abhidhan
পিছে [ pichē ] ক্রি-বিণ. পিছনে; পরে। [বাং. পিছ + এ]। locative of পিছ: পিছ, পিছন [ picha, pichana ] বি. পশ্চাৎ, মুখের বিপরীত দিক বা বিপরীত ভাগ (পিছন ফেরা)। [সং. পশ্চাৎ-তু. মৈ. পিছা]। ~টান বি. 1 পিছনদিক থেকে আকর্ষণ; 2 ফেলে আসা বস্তুর প্রতি মায়া; 3 সংসারের প্রতি মায়া বা আকর্ষণ। পিছপা বিণ. পশ্চাৎপদ, কাজে প্রবৃত্ত হতে অনিচ্ছুক বা অক্ষম। পিছমোড়া বিণ. দুই হাত পিছনের দিকে নিয়ে আটকে বা বেঁধে রাখা হয়েছে এমন। পিছনে লাগা ক্রি. বি. 1 ক্ষতি করার চেষ্টা করা; 2 উত্যক্ত করা। locative of পিছ: পিছপা [ pichapā ] দ্র পিছ locative of পিছ: পিছিলা2 [ pichilā2 ] বিণ. (কাব্যে) পিছনদিকের; পশ্চাত্দিকস্থ ('পিছিলা ঘাটে': চণ্ডী)। [পিছ দ্র]।

Processing time: 1.25 s