পাড়াগাঁ definitions

Bangla-Tangla Dictionary
পাড়াগাঁ – rural area [derivation: পাড়া + গাঁ ]
Samsad Bengali-English Dictionary
পাড়া-গাঁ [ pāṛā-gā ] n a rural area; countryside; a village.
Samsad Bangla Abhidhan
পাড়া2 [ pāṛā2 ] বি. পল্লি, মহল্লা (গয়লাপাড়া, এ পাড়ায় অশান্তি নেই)। [প্রাকৃ. পাডঅ]। ~কুঁদুলি বি. বিণ. (স্ত্রী.) প্রতিবেশীদের সঙ্গে সারাক্ষণ ঝগড়া করে বেড়ায় এমন স্ত্রীলোক। ~গাঁ বি. পল্লিগ্রাম, গ্রামাঞ্চল (পাড়াগাঁয়ে বাস করে)। ~গেঁয়ে বিণ. গ্রামে জাত; পল্লিগ্রাম-সংক্রান্ত; গ্রাম্য। ~পড়শি বি. এক পাড়ার লোক, প্রতিবেশী। পাড়া বেড়ানো ক্রি. বি. পাড়ার মধ্যে সর্বত্র ঘুরে বেড়ানো। পাড়া মাথায় করা ক্রি. বি. (আল.) চিৎকার করে পাড়ার সব লোককে ব্যতিব্যস্ত করা।

Processing time: 2.37 s