পাষাণ definitions

Bangla-Tangla Dictionary
পাষাণ – weight, stone
Samsad Bengali-English Dictionary
পাষাণ [ pāṣāṇa ] n stone; a weight put on a scale pan to adjust or equipoise a beam of balance; (fig.) a stone-hearted man (তুমি পাষাণ). ☐ a. (chiefly used as a sfx.) made of stone; of stone; stonelike; unfeeling, pitiless; stone-hearted (পাষাণ বাপ); callous (শোকে শোকে পাষাণ). ~তুল্য a. stone-like, stony; (fig.) unfeeling, insensate; immobile, unmoved, still. ~প্রচীর n. a stone-wall. ~-বিদারক a. same as পাষাণভেদী । ~ভার n. a weight as heavy as stone. ~ভেদী a. able to pierce even stone; heart-rending. ~মূর্তি n. a stone image, a statue of stone. ~হৃদয় a. stone-hearted; pitiless. পাষাণী n. fem. a stone-hearted woman.
Samsad Bangla Abhidhan
পাষাণ [ pāṣāṇa ] বি. 1 পাথর, প্রস্তর; 2 (আল.) নিষ্ঠুর ব্যক্তি, দয়ামায়াহীন ব্যক্তি; 3 (বাং.) তুলাদণ্ডের ফের (পাষাণ ভাঙা); 4 তুলাদণ্ডের পাষাণ ভাঙার জন্য ব্যবহৃত পাথর বা বাটখারা (পাষাণ চাপানো)। ☐ বিণ. প্রস্তরবৎ, পাথরের মতো (পাষাণভার, পাষাণহৃদয়)। [সং. √ পিষ্ (=পাষ্) + আন]। স্ত্রী. পাষাণী। ~ভেদী (-দিন্) বিণ.পাথর ভেদ করতে পারে এমন, পাষাণ ভেদ করে এমন। ~মূর্তি বি. পাথরের মূর্তি; (আল.) পাথরের মূর্তির মতো অচল ও নিষ্প্রাণ মূর্তি।

Processing time: 1.2 s