পালটা definitions

Bangla-Tangla Dictionary
পালটা – opposing

definitive of পাল:
পাল
1. Pal [surname]
2. herd
3. sail

2nd person intimate present imperative tense of পালটানো:
পালটানো – to change, to alter

Samsad Bengali-English Dictionary
পালটা [ pālaṭā ] a contrary, counteracting, revoking, opposing, counter; return; ex changing. পালটা অভিযোগ same as পালটা নালিশ । পালটা আক্রমণ a counter attack. পালটা আমন্ত্রণ a return invitation. পালটা জবাব a retort. পালটা নালিশ a counter charge, a counter complaint. পালটা মামলা a counter case. পালটা হুকুম a countermand. পালটানো v. to revoke; to change, to alter. ~পালটি n. exchange; act of changing for or with another. পালটাপালটি করা v. to exchange, to change for or with another; to swap. definitive of পাল: -পাল1 [ -pāla1 ] a (used as a sfx.) preserving, protecting, defending, keeping (মহীপাল, রাজ্যপাল, ধর্মপাল, গোপাল). definitive of পাল: পাল2 [ pāla2 ] n a sail (as of a boat). পাল খাটানো, পাল তোলা v. to set sail. পাল নামানো v. to strike sail. পাল-তোলা a. under sail. সমস্ত পাল-তোলা full sail. definitive of পাল: পাল3 [ pāla3 ] n mating or coupling (of beasts or birds.) পাল দেওয়া v. to mate or couple (beasts or birds); (esp. of horses) to sire. definitive of পাল: পাল4 [ pāla4 ] n (of animals) a flock, a herd, a drove. একপাল কুকুরছানা a litter of pup pies. একপাল উট a drove of camels. একপাল গরু-মোষ a herd of cattle. একপাল নেকড়ে a pack of wolves. একপাল ভেড়া a flock of sheep. একপাল মুরগির ছানা a brood of chickens. একপাল হরিণ a herd of deer. পালের গোদা the leader of a herd; (dero.) a ring-leader. 2nd person intimate present imperative tense of পালটানো: পালটা [ pālaṭā ] a contrary, counteracting, revoking, opposing, counter; return; ex changing. পালটা অভিযোগ same as পালটা নালিশ । পালটা আক্রমণ a counter attack. পালটা আমন্ত্রণ a return invitation. পালটা জবাব a retort. পালটা নালিশ a counter charge, a counter complaint. পালটা মামলা a counter case. পালটা হুকুম a countermand. পালটানো v. to revoke; to change, to alter. ~পালটি n. exchange; act of changing for or with another. পালটাপালটি করা v. to exchange, to change for or with another; to swap.
Samsad Bangla Abhidhan
পালটা [ pālaṭā ] বিণ. 1 বিপরীত, উলটো (পালটা হুকুম); 2 প্রতিপক্ষীয়, বিরুদ্ধ (পালটা জবাব, পালটা আক্রমণ); 3 বদল, বিনিময় (পালটাপালটি)। ☐ ক্রি. পালটানো (জিনিসটা পালটাও)। [হি. √ পলট (< প্রাকৃ. পলোট্ট) + বাং. আ]। ~নো ক্রি. বি. উলটানো, বদলানো, পরিবর্তিত করা (জামা পালটানো, বাড়ি পালটানো)। ☐ বিণ. উক্ত অর্থে। ~পালটি বি. বারবার বা পরস্পর বদল। পালটি2, পালটিয়া [ pālaṭi2, pālaṭiẏā ] অস-ক্রি. (কাব্যে) প্রত্যাবর্তন করবার পর; পিছন ফিরে (পালটি দেখে)। [পালটা দ্র]। definitive of পাল: পাল1 [ pāla1 ] বিণ. রক্ষক, পালক (রাজ্যপাল, নগরপাল)। [সং. √ পালি + অ]। definitive of পাল: পাল2 [ pāla2 ] বি. গবাদি পশুর সংগম বা প্রজনন (পাল দেওয়া, পাল ধরানো)। [দেশি]। definitive of পাল: পাল3 [ pāla3 ] বি. 1 বাতাসের সাহায্যে চালাবার জন্য নৌকার মাস্তুলে খাটানো কাপড়ের পর্দা (পালে হাওয়া লাগা); 2 চাঁদোয়া। [হি. পাল]। ~তোলা বিণ. চালাবার সময় পাল খাটানো হয় এমন (পালতোলা নৌকা)। definitive of পাল: পাল4 [ pāla4 ] বি. দল (ভেড়ার পাল)। [সং. পালি]। পালের গোদা (সচ. মন্দার্থে) দলের সর্দার। 2nd person intimate present imperative tense of পালটানো: পালটা [ pālaṭā ] বিণ. 1 বিপরীত, উলটো (পালটা হুকুম); 2 প্রতিপক্ষীয়, বিরুদ্ধ (পালটা জবাব, পালটা আক্রমণ); 3 বদল, বিনিময় (পালটাপালটি)। ☐ ক্রি. পালটানো (জিনিসটা পালটাও)। [হি. √ পলট (< প্রাকৃ. পলোট্ট) + বাং. আ]। ~নো ক্রি. বি. উলটানো, বদলানো, পরিবর্তিত করা (জামা পালটানো, বাড়ি পালটানো)। ☐ বিণ. উক্ত অর্থে। ~পালটি বি. বারবার বা পরস্পর বদল।

Processing time: 1.23 s