পাপী definitions

Bangla-Tangla Dictionary
পাপী – sinner
Samsad Bengali-English Dictionary
পাপিনী [ pāpinī ] fem of পাপী । পাপী [ pāpī ] a sinful; wicked; criminal; depraved. ☐ n. a sinner; a wicked person; a criminal; a depraved person. পুরানো পাপী an old or hardened or inveterate offender or sinner or criminal.
Samsad Bangla Abhidhan
পাপ [ pāpa ] বি. 1 অধর্ম, কলুষ, কল্মষ; 2 অন্যায় বা অশাস্ত্রীয় কাজ; 3 পাপিষ্ঠ ব্যক্তি, আপদ (এ পাপ এখন বিদায় হলে বাঁচি)। ☐ বিণ. 1 অশুভ (পাপগ্রহ); 2 পাপী (পাপাত্মা); 3 অন্যায়, পাপজনক (পাপযোগ)। [সং. √ পা + প]। ~কৃৎ বিণ. পাপকাজ করে এমন। ~ক্ষালন বি. পাপ বা দোষ কাটানো। ~গ্রহ বি. শনি, মঙ্গল প্রভৃতি অশুভ গ্রহ। ~ঘ্ন, ~হর বিণ. পাপনাশকারী, যে পাপ দূর করে। ~দৃষ্টি বি. কুনজর, দুরভিসন্ধিমূলক দৃষ্টি। ~বুদ্ধি, ~মতি বিণ. দুর্মতি, কুমতলবপূর্ণ। ~ভাক (-জ্) বিণ. পাপী; পাপকারী। ~ভাগী (-গিন্) পাপী, পাপকর্মের অংশীদার। ~যোগ বি. (জ্যোতিষ) তিথি বার প্রভৃতির পাপজনক বা অশুভ সম্মেলন। পাপাচার বিণ. দুরাচার, পাপিষ্ঠ। ☐ বি. পাপকর্ম। পাপচারী (-রিন্) বিণ. পাপিষ্ঠ, দুরাত্মা। পাপাত্মা (-ত্মন্), পাপাশয়, পাপিষ্ঠ বিণ. অতিশয় পাপী, দুরাচার; যে পাপচিন্তা করে এবং পাপকাজ করে। স্ত্রী. পাপিষ্ঠাপাপী (-পিন্) বিণ. পাপ করে এমন, পাপাচারী। স্ত্রী. পাপিনীপাপীয়সী বিণ. (স্ত্রী.) মহাপাপকারিণী। মুজরিম [ mujarima ] বি. 1 পাপী; 2 অপরাধী, আসামি। [আ. মুজ্রিম]।

Processing time: 1.24 s