পরাগ definitions

Bangla-Tangla Dictionary
পরাগ – Parag [name]
Samsad Bengali-English Dictionary
পরাগ [ parāga ] n pollen, farina. ~কেশর n. a stamen. ~কোষ n. anther. ~ধানী same as পরাগকোষ । ~মিলন, ~যোগ n. pollination. ইতর পরাগযোগ n. cross-pollination. স্বপরাগযোগ n. self-pollination. ~স্থালী n. a pollen-sac. পরাগিত a. pollinated. পরাগিত করা v. to pollinate.
Samsad Bangla Abhidhan
পরাগ [ parāga ] বি. ফুলের রেণু, পুষ্পরজ, pollen [সং. পরা2 + √গম্ + অ]। ~কেশর বি. ফুলের যে কেশরে পরাগ থাকে, stamen. ~ধানী বি. পরাগকেশরের শীর্ষভাগ-যেখানে পরাগ থাকে, anther (বি.প.)। ~মিলন বি. ফুলের গর্ভকেশরে পরাগ ছড়ানো, pollination (বি. প.)। পরাগিত বিণ. পরাগযুক্ত, pollinated (বি. প.)। ~স্থলী বি. পরাগধানীর কোটর যার মধ্যে পরাগ থাকে, plooen-sac (বি.প.)।

Processing time: 1.2 s