পচা definitions

Bangla-Tangla Dictionary
পচা – to rot, rotten
Samsad Bengali-English Dictionary
পচা [ pacā ] v to rot, to putrefy, to decompose; (med.) to become septic; (fig.) to be come too old or hackneyed. ☐ a. rotten, putrefied, decomposed; (med.) that which has become septic; (fig.) too old or hackneyed (পচা খবর). পচা ভাদ্র (ভাদ্দর) the humid and sweltering month of Bhadra.
Samsad Bangla Abhidhan
পচ [ paca ] বি. বিকৃতি, গলন, পচন (পচ ধরা)। [পচা দ্র]। পচন2 [ pacana2 ] বি. বিকৃতি, গলন, পচে যাওয়া (পচননিবারক ওষুধ)। [পচা দ্র]। ~শীল বিণ. 1 পচে যাচ্ছে বা সহজেই পচে যায় এমন; 2 (আল.) ধ্বংস হয়ে বা ভেঙে পড়ে যাচ্ছে এমন (পচনশীল সমাজব্যবস্থা)। পচা [ pacā ] ক্রি. বিকৃত হওয়া, খারাপ বা নষ্ট হওয়া, গলে যাওয়া (ফল পচে, ডিম পচেছে)। ☐ বি. পচন। ☐ বিণ. 1 পচে গেছে এমন, বিকৃত (পচা ডিম); 2 গুমট, ভ্যাপসা (পচা গরম); 3 যখন সবকিছু পচে ওঠে এমন (পচা ভাদ্র); 4 দূষিত (পচা ঘা)। [সং. √ পচ্ + বাং. আ]। ~নো ক্রি. বি. বিকৃত, নষ্ট, গলিত বা দূষিত করা। ☐ বিণ. উক্ত সব অর্থে। পচানি বি. 1 পচা জিনিসের রস; 2 পচন।

Processing time: 1.29 s