নিয়ত definitions

Bangla-Tangla Dictionary
নিয়ত – perpetual, perpetually
Samsad Bengali-English Dictionary
নিয়ত2 [ niẏata2 ] a unchanging; fixed; continuous, perpetual; constant (নিয়ত বায়ু = constant wind); regular; regulated; limited. ☐ adv. always, ever; often. নিয়ত বৃত্ত (conics) a director circle.
Samsad Bangla Abhidhan
নিয়ত2 [ niẏata2 ] বিণ. 1 অপরিবর্তনীয় (বিধাতার নিয়ত বিধান); 2 স্থির; 3 নিয়মিত (নিয়ত যোগাভ্যাস করা); 4 সংযত। ☐ ক্রি-বিণ. 1 সর্বদা ('এ কথা নিয়ত স্মরি'); 2 প্রত্যহ, প্রায় (নিয়ত আসে যায়)। [সং. নি + √ যম্ + ত]। নিয়তাচার বি. নিয়মিত বা অপরিবর্তনীয় আচার-অনুষ্ঠান। ☐ বিণ. নিয়মিতভাবে শাস্ত্রীয় অনুষ্ঠানাদি পালন করে এমন। নিয়তাত্মা (-ত্মন্) বিণ. সংযমী। নিয়তাশন, নিয়তাহার বিণ. মিতাহারী। ☐ বি. নিয়মিত ও পরিমিত ভোজন।

Processing time: 1.56 s