নিরক্ষর definitions

Bangla-Tangla Dictionary
নিরক্ষর – illiterate
Samsad Bengali-English Dictionary
নিরক্ষর [ nirakṣara ] a illiterate. নিরক্ষরতা n. illiteracy. নিরক্ষরতা দূরীকরণ eradication of illiteracy. genitive of নিরক্ষ: নিরক্ষ, নিরক্ষ অঞ্চল [ nirakṣa, nirakṣa añcala ] n (geog.) the equator, the equatorial region. নিরক্ষরেখা, নিরক্ষবৃত্ত n. the equator.
Samsad Bangla Abhidhan
নিরক্ষর [ nirakṣara ] বিণ. অক্ষরজ্ঞানহীন, বর্ণপরিচয়হীন, সম্পূর্ণ অশিক্ষিত (নিরক্ষর লোককে সাক্ষর করা)। [সং. নির্ (নিঃ) + অক্ষর]। বি. ~তা genitive of নিরক্ষ: নিরক্ষ [ nirakṣa ] বি. অক্ষোন্নতিশূন্য অঞ্চল বা দেশ যেখানে দিন ও রাত্রি সমান হয়। [সং. নির্ (নিঃ) + অক্ষ]। ~বলয়, ~বৃত্ত, ~রেখা বি. (ভূগো.) দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টনকারী কল্পিত বৃত্তাকার রেখা, ভূ-বিষুবরেখা, equator (বি. প.)। নিরক্ষীয় বিণ. নিরক্ষরেখার নিকটস্থ বা নিরক্ষরেখাসম্বন্ধীয়, equatorial (বি. প.)।

Processing time: 1.25 s