নরক definitions

Bangla-Tangla Dictionary
নরক – hell
Samsad Bengali-English Dictionary
নরক [ naraka ] n hell, inferno; pandemonium; (fig.) an abominable place, a hellish or infernal place; a mythological asura (অসুর). নরক গুলজার (lit. & fig.) the whole of pandemonium is here! নরক গুলজার করা v. to assemble in a group somewhere and make the place warm and noisy with wild talk and tattle. ~কুন্ড n. a pit or well in hell (full of fire or abominable filth) into which sinners are put or thrown for punishment; a hell-pit; (fig.) a vicious or abominable or filthy or extremely disorderly place. ~গামী a. condemned to hell, damned. ~বাস, ~ভোগ, ~যন্ত্রণা n. condemnation to hell, damnation, perdition; (fig.) extreme suffering. ~স্থ a. condemned to hell, damned.
Samsad Bangla Abhidhan
নরক [ naraka ] বি. 1 (ধর্মীয় সাহিত্য ও বিশ্বাস অনুসারে) পাপীদের মৃত্যুর পরে শাস্তিভোগের স্থান, জাহান্নাম; 2 (আল.) জঘন্য বা আবর্জনাপূর্ণ স্থান (এই জায়গাটাকে এমন নরক করে রেখেছ কেন?); 3 শ্রীকৃষ্ণের হাতে নিহত দস্যুবিশেষ (নরকাসুর)। [সং. √ নৃ + অক]। ~কুণ্ড বি. 1 বিষ্ঠা অগ্নি গলিত ধাতু প্রভৃতিতে পূর্ণ নরকের বিভিন্ন গহ্বর যার মধ্যে পাপীদের চুবিয়ে রেখে শাস্তি দেওয়া হয়; 2 (আল.) অত্যন্ত জঘন্য ও যন্ত্রণাদায়ক স্থান। নরক গুলজার (ব্যঙ্গে) 1 পাপীদের বা দুষ্ট লোকের সমাবেশে আসর সরগরম; 2 অতি সাধারণ বা বাজে জায়গা বহুজনের সমাগমে সরগরম হয়ে ওঠা। ~যন্ত্রণা বি. 1 পাপের শাস্তিস্বরূপ নরকে যে কষ্ট ভোগ করতে হয়; 2 (আল.) অসহ্য যন্ত্রণা। ~স্থ বিণ. পাপের ফলে নরকে অবস্থিত বা নিক্ষিপ্ত।

Processing time: 1.94 s