নব definitions

Bangla-Tangla Dictionary
নব – new
Samsad Bengali-English Dictionary
নব1 [ naba1 ] a new; novel; young; modern, re cent; new-born; newly grown; early; fresh. ~কারিকা n. a newly-married wife. ~কার্তিক n. infant Kartikeya (কার্তিকেয়); (sarcas.) a very ugly man; (hum.) a foppish gallant. ~কুমার n. a new-born son. ~গঠিত a. newly-formed, newly constructed or composed. ~জলধর n. a newly-formed cloud, a fresh cloud. ~জলধরপটল n. a heap of fresh clouds, cumulus. ~জলধরশ্যাম a. as charmingly dark as a fresh rain-bearing cloud. ~জাগরণ, ~জাগৃতি n. resurgence, new awakening; rebirth, regeneration, renaissance. ~জাত a. new-born; newly grown or produced. ~জাতক n. a new born baby. ~জীবন n. a new life; young life; a fresh lease of life; (fig.) rejuvenation or renascence. ~ত্ব n. newness; novelty; modernity; freshness; novelty. ~দম্পতি, ~দম্পতী n. a newly married couple. ~দল n. a fresh or new or tender leaf of a lotus. ~নিযুক্ত a. newly appointed. ~পল্লব n. a young leaf or twig or shoot or sprout. ~বধূ n. a newly married wife or bride. ~বর্ষ n. New Year. ~বসন্ত n. early spring; a new spring. ~বিধান n. a new law or system; a new order of the Brahma Samaj founded by Keshabchandra Sen; (Christ.) the New Testament. ~মল্লিকা, ~মালিকা n. a variety of jasmine. ~যুবক n. a young man; (cp.) a greenhorn. fem. ~যুবতী a young woman. ~যৌবন n. early youth, the first flush of youth, the prime of youth; a fresh lease of youth; rejuvenation, rejuvenescence. ~যৌবন সম্পন্ন a. in the prime of one's youth. fem. নবযৌবনসম্পন্না, নবযৌবনা । নব2 [ naba2 ] a. & n nine. ☐ a. ninth. ~গুণ same as নবলক্ষণ । ~গ্রহ n. (astr. & astrol.) the nine planets (collectively), namely the sun, the moon, Mars, Mercury, Jupiter, Venus, Saturn, the Dragon's head or ascending node, and the Dragon's tail or descending node. ~চত্বারিংশ a. forty-nine. ~চত্বারিংশৎ n. & a. forty-nine. ~চত্বা রিংশত্তম a. forty-ninth. fem. ~চত্বা রিংশত্তমী । ~দুর্গা n. the nine manifestations collectively of Goddess Durga (দুর্গা). ~দ্বার n. nine vents or inlets or outlets in the human body. ~ধা a. nine times, ninefold; of nine kinds. ☐ adv. by nine times; in nine ways. ~নবতি n. & a. ninty-nine. ~নবতিতম a. ninety-ninth. fem. ~নবতিতমী । ~পত্রিকা n. the image of a female deity formed with leaves of nine plants. ~বিংশতি n. & a. twenty-nine. fem. ~বিংশতিতমী । ~রত্ন n. the nine most precious gems, namely, pearl, ruby, chrysoberyl or cat's eye, zircon or jacinth, diamond, (red) coral, beryl, emerald, and sapphire; (hist.) the nine courtiers of King Vikramaditya famous for their learning, wisdom and mastery in arts and letters. ~রত্নসভা n. the court of King Vikramaditya consisting of the aforesaid nine courtiers. ~রস n. the nine poetical flavours or re actions, namely love, heroism, pathos, amazement, anger, fright, comicality, disgust and quietude. ~শায়ক , (coll.) ~শাক , (coll.) ~শাখ n. the spicedealer, the garland-maker, the weaver, the milkman, the barber, the grower of be tel-leaves, the black-smith, the potter and the confectioner: these nine Hindu communities collectively.
Samsad Bangla Abhidhan
নব1 [ naba1 ] বিণ. 1 নতুন, নবীন (নব বধূ, নব বস্ত্র, নব কলেবর, নববর্ষ); 2 সদ্যোজাত (নবজাতক, নব কিশলয়); 3 টাটকা, তাজা, তরুণ (নবাঙ্কুর, নব জলধর)। [সং. √ নু + অ]। ~কার্তিক বি. 1 শিশু কার্তিকেয়; 2 শিশু কার্তিকের মতো সুন্দর ব্যক্তি; 3 (ব্যঙ্গে) খুব কালো এবং কুৎসিত লোক। ~গঠিত বিণ. সদ্য তৈরি হয়েছে এমন। ~জল-ধর-শ্যাম বি. নতুন মেঘের মতো কৃষ্ণাভ বা নীল বর্ণ। ~জাত বিণ. সদ্যপ্রসূত, সদ্য জন্ম হয়েছে বা উৎপন্ন হয়েছে এমন (নবজাত শিশু)। ~জাতক বি. সদ্যোজাত শিশু ('নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার': সুকান্ত)। ~জীবন বি. নতুন জীবন; পুনর্জন্ম; (আল.) দুরবস্থার পরবর্তী উন্নত বা সুখের অবস্থা। ~দম্পতি বি. সদ্যবিবাহিত স্বামী-স্ত্রী। ~পল্লব বি. নতুন পাতা, সদ্য যে পাতা গজিয়েছে। ~বিধান বি. 1 নতুন নিয়ম বা ব্যবস্থা; 2 কেশবচন্দ্র সেন-প্রবর্তিত ব্রাহ্ম ধর্মসম্প্রদায়ের শাখাবিশেষ। ~মল্লিকা, ~মালিকা বি. মালতীজাতীয় ফুলবিশেষ বা তার গাছ। ~যুগ বি. নতুন যুগ বা কাল। ~যুবক বি. যার যৌবন সদ্য আরম্ভ হয়েছে। স্ত্রী. ~যুবতী। ~যৌবন বি. যে যৌবন সদ্য আরম্ভ হয়েছে, প্রথম যৌবন, অচিরপ্রবৃত্ত যৌবন। বিণ. বি. স্ত্রী. ~যৌবনা নব2 [ naba2 ] (-বন্) বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক, নয় (নবগ্রহ, নবরত্নসভা)। [সং. √ নু + অন্ = নবন্]। ~গুণ দ্র নবলক্ষণ। ~গ্রহ বি. প্রাচীন মত অনুযায়ী সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু-এই নয়টি গ্রহ; এবং আধুনিক মতে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি প্লুটো ইউরেনাস নেপচুন ও পৃথিবী এই নয়টি গ্রহ। ~দুর্গা বি. পার্বতী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্যায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদা-এই নয়টি দুর্গামূর্তি। ~দ্বার বি. দুই চক্ষু দুই কর্ণ নাসারন্ধ্র মুখ পায়ু ও উপস্থ-শরীরের এই নয়টি পথ বা ছিদ্র। ~ধা বিণ. ক্রি-বিণ. 1 নয়প্রকার (নবধা লক্ষণ); 2 নয়প্রকারে (নবধা বিভক্ত); 3 নয়বার বা নয়বারে (নবধা গমন)। ~পত্রিকা বি. কলা কচু ধান হলুদ ডালিম বেল অশোক জয়ন্তী ও মানকচু-এই নয়টি গাছের পাতা দিয়ে তৈরি এবং কলাপাতা দিয়ে ঢাকা স্ত্রীমূর্তি, কলাবউ। ~রত্ন বি. 1 মুক্তা মাণিক্য বৈদূর্য গোমেদ বজ্র বিদ্রূম পদ্মরাগ মরকত নীলকান্ত-এই নয়টি রত্ন; 2 ধন্বন্তরি ক্ষপণক অমরসিংহ শঙ্কু বেতালভট্ট ঘটকর্পর কালিদাস বরাহমিহির বররুচি রাজা ব্রক্রমাদিত্যের এই নয়জন সভাপণ্ডিত; 3 নয়টি চূড়াযুক্ত দেবমন্দির। নবরত্নসভা বি. রাজা বিক্রমাদিত্যের নয়জন পণ্ডিতসমৃদ্ধ সভা। ~রস বি. (অল.) আদি (বা শৃঙ্গার) হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক বীভৎস অদ্ভুত শান্ত-অলংকারশাস্ত্রনির্দিষ্ট এই নয় রস। ~রাত্র বি. আশ্বিনমাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় তিথিতে পালনীয় ব্রতবিশেষ। ~ বিণ. নবীন, নতুন। ~লক্ষণ, ~গুণ বি. আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থদর্শন নিষ্ঠা আবৃত্তি তপ ও দান-ব্রাহ্মণ বা কুলীনের এই নয়টি গুণ বা কুললক্ষণ। ~শায়ক, (কথ্য) ~শাক, (কথ্য) ~শাখ বি. তাঁতি মালাকার সদ্গোপ নাপিত বারুই কামার কুম্ভকার তিলি ময়রা-বাঙালি হিন্দুজাতির এই নয়টি শ্রেণি বা শাখা। নবপত্রিকা [ nabapatrikā ] দ্র নব2 নবযুগ, নবরাত্র, নবলক্ষণ, নবশায়ক, নবশাক [ nabayuga, nabarātra, nabalakṣaṇa, nabaśāẏaka, nabaśāka ] দ্র নব2 নবহুঁ [ nabahu ] বিণ. (প্রা. কাব্যে) নতুন, নবীন। [নব1 দ্র]।

Processing time: 1.59 s