নগর definitions

Bangla-Tangla Dictionary
নগর – city, town, urban
Samsad Bengali-English Dictionary
নগর [ nagara ] n a city; a town; a metropolis, a capital. fem. নগরী । ~কীর্তন n. act of singing religious songs in procession through a city (or village); a song sung thus. ~চত্বর n. a market-place of a city. ~জীবন n. city-life, town-life, urban life. ~দ্বার n. a gate of a city, a city gate. ~পাল n. the Police chief of a city, the Commissioner of Police; a city magistrate; a city father, a town-councillor. ~প্রান্ত same as নগরোপান্ত । ~বাসী a. living in a city or town, urban. ☐ n. a townsman (fem. a townswoman; pl. townsfolk, townspeople), a citizen, a townee. fem. নগরবাসিনী । ~রক্ষক n. a metropolitan policeman; a city-guard. ~রাষ্ট্র n. a city state. ~সংকীর্তন same as নগরকীর্তন । ~স্থ a. situated in or living in a town or city; of a town or city. genitive of নগ: নগ [ naga ] n a mountain; a tree. ~নদী n. a river issuing from a mountain, a mountain stream.
Samsad Bangla Abhidhan
নগর [ nagara ] বি. বড় শহর। [সং. নগ + র]। বিণ. নাগরিক। বি. (স্ত্রী.) নগরী। ~কীর্তন, ~সংকীর্তন বি. নগরের পথে পথে দল বেঁধে ঘুরে ঈশ্বরের নামগান। ~চত্ত্বর বি. শহরের মধ্যবর্তী কেনাবেচার স্থান বা বাজার। ~দ্বার বি. শহরের প্রধান প্রবেশপথ। ~পাল বি. 1 কোটাল, শহরের শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ববিশিষ্ট পদস্থ কর্মচারী; 2 পুলিশ কমিশনার; 3 পুলিশ সুপারিনটেণ্ডেণ্ট। ~স্থ বিণ. নগরে অবস্থিত; নগরে বাসকারী। নগরাধ্যক্ষ বি. নগরের ভারপ্রাপ্ত সরকারি বা বেসরকারি কর্মচারী। নগরিয়া নগুরে -র বিরল রূপ। নগরীয় বিণ. নগরসম্বন্ধীয়; শহুরে। নগরোপান্ত বি. শহরের উপকণ্ঠ বা সন্নিহিত স্থান। genitive of নগ: নগ [ naga ] বি. 1 পক্বত (নগরাজ, নগাধিপ); 2 (বিরল) গাছ। [সং. ন + √ গম্ + অ]। ~ বি. যার পর্বতে জন্ম বা উৎপত্তি; হাতি। ~নদী বি. পাহাড়ি নদী ('বইছে নগনদী': রবীন্দ্র)। ~নন্দিনী বি. পার্বতী, উমা, দুর্গাদেবী, গিরিরাজের কন্যা। ~পতি, ~রাজ, নগাধিপ, নগেন্দ্র বি. পর্বতশ্রেষ্ঠ হিমালয়। genitive of নগ: নগাধিপ [ nagādhipa ] দ্র নগ genitive of নগ: নগেন্দ্র [ nagēndra ] দ্র নগ

Processing time: 1.25 s