নকশা definitions

Bangla-Tangla Dictionary
নকশা – design, sketch [pron: নক্‌শা]
Samsad Bengali-English Dictionary
নকশা [ nakaśā ] n a rough sketch, a sketch; a rough cast; a plan or design in outlines, a plan (বাড়ির নকশা); a diagram; an out line map, a map; an artistic design; an engraving; an embroidered design (পাড়ের নকশা); a literary burlesque, a skit. নকশা আঁকা, নকশা করা v. to draw a sketch or a plan or a map in outlines; to sketch or plan. ~-আঁকা, ~-কাটা, ~দার a. having an artistic design (নকশা-আঁকা পাড়); having an engraving. ~কার n. a draftsman. ~পাড় a. having an artistically designed border (নকশাপাড় শাড়ি).
Samsad Bangla Abhidhan
নকশা [ nakaśā ] বি. 1 চিত্রাদির কাঠামো বা খসড়া, স্কেচ; 2 রেখার দ্বারা অঙ্কিত চিত্র, রেখাচিত্র, পরিকল্পনা বা প্ল্যানের রেখাচিত্র (বাড়ির নকশা); 3 জায়গা-জমি বাড়ি ইত্যাদির অবস্থান পরিমাণ বিভাগ ইত্যাদি সংবলিত মানচিত্রবিশেষ; 4 চিত্রিত অলংকরণ (নকশা-কাটা চাদর); 5 হাস্যরসাত্মক রচনা; 6 ব্যঙ্গচিত্র, কার্টুন; 7 ন্যাকামি, ঢং (নে নে খেয়ে ফেল, তার নকশা করিস না)। [আ. নক্শ্ + বাং. আ]। ~কাটা, ~দার বিণ. নকশা দিয়ে অলংকৃত। ~কার বি. যে নকশা প্রস্তুত করে, draftsman. নকশা-পাড় বিণ. (বস্ত্রাদি সম্বন্ধে) বিচিত্র পাড়ওয়ালা (নকশা-পাড় শাড়ি)।

Processing time: 1.79 s