ধ্বনি definitions

Bangla-Tangla Dictionary
ধ্বনি – sound
Samsad Bengali-English Dictionary
ধ্বনি [ dhbani ] n sound; noise; report; note, tone; voice; (rhet.) a suggestion. ~কাব্য n. (rhet.) poetry that suggests a meaning beyond the stated meaning. ধ্বনিত a. sounded; rung or played; voiced; in the process of being sounded or rung or played or voiced; (rhet.) suggested. ধ্বনিত করা v. to sound; to ring; to play; to voice. ~তত্ত্ব n. phonetics; phonology. ~পরিবর্তন n. change of sound, sound change. ~বিজ্ঞান n. phonetics; phonology; the science of sound. ~বৃত্তি n. (rhet.) onomatopoeia. ~ভোট n. a vote of voice. ~মাধুর্য n. sweetness of sound. ~রেখা n. the mark of sound-wave; sound-line; line of vibration.
Samsad Bangla Abhidhan
ধ্বনি [ dhbani ] বি. 1 শব্দ, রব (ক্রন্দনধ্বনি); 2 বাক্ধ্বনি (ধ্বনিতত্ত্ব); 3 ব্যঙ্গ্যার্থ। [সং. √ ধ্বন্ + ই]। ~কাব্য বি. (অল.) যে উৎকৃষ্ট কাব্যে বাচ্যার্থের চেয়ে ব্যঙ্গ্যার্থ বেশি মনোহর হয়। ~ বিণ. শব্দিত, নিনাদিত। ~তত্ত্ব বি. বিশেষ ভাষায় ব্যবহৃত ধ্বনির বিশ্লেষণসংক্রান্ত বিদ্যা, phonology. ~পরিবর্তন বি. উচ্চারণে শব্দের মূল ধ্বনির পরিবর্তন। ~বিজ্ঞান বি. বাগ্ধ্বনির প্রক্রিয়া সম্বন্ধে বৈজ্ঞানিক অনুসন্ধান ও বিশ্লেষণ, phonetics. ~ভোট বি. সভায় গলার আওয়াজে প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মত জ্ঞাপন, vote of voice. ~মাধুর্য বি. শ্রুতিমধুরতা। ~রেখা বি. শব্দের আঘাতে বাতাসে আলোড়ন ('ধ্বনিরেখা টেনে দিয়ে বাতাসের বুকে': রবীন্দ্র)। বাদ্য [ bādya ] বি. 1 বাদ্যযন্ত্র; 2 বাজনা (ঢাকের বাদ্য)।[সং. √ বদ্ + ণিচ্ + য]। ~কর বি. বাজনদার, বাজিয়ে।~ধ্বনি বি. বাদ্যযন্ত্রের আওয়াজ। ~ভাণ্ড বি. বাদ্যযন্ত্রসমূহ। ~যন্ত্র বি. যাতে বা যা দিয়ে বাজানো হয়; যা বাজানো হয়। বাদ্যোদ্যম বি. 1 নানা বাদ্যযন্ত্রের মিলিত আওয়াজের কোলাহল; 2 বাজনা বাজাবার উদ্যোগ।

Processing time: 1.27 s