ধেড়ে definitions

Bangla-Tangla Dictionary
ধেড়ে – (+ ইঁদুর = rat)
Samsad Bengali-English Dictionary
ধেড়ে1 [ dhēṛē1 ] n the otter. ধেড়ে2 [ dhēṛē2 ] a (use. dero.) grown-up; big.
Samsad Bangla Abhidhan
ধাড়ি [ dhāṛi ] বি. 1 যে গর্ভে সন্তান ধারণ করেছে (বাচ্চা ও ধাড়ি); 2 (সচ. নিন্দায়) সর্দার বা প্রধান ব্যক্তি (বজ্জাতের ধাড়ি, অকর্মার ধাড়ি)। ☐ বিণ. 1 বয়স্থ (বুড়োধাড়ি ছেলে); 2 পাকা, ঘাগি (ধাড়ি শয়তান)। তু. ধেড়ে। [হি. ধাড়ী]। ধেড়ে1 [ dhēṛē1 ] বি. উদ্বিড়াল, ভোঁদড়। [দেশি]। ধেড়ে2 [ dhēṛē2 ] বিণ. 1 ধাড়ি; 2 বেশি বয়সী (ধেড়ে ছেলে, ধেড়ে হয়ে ছোটদের মতো আচরণ করা); 3 যৌবনপ্রাপ্ত, প্রাপ্তবয়স্ক (ধেড়ে বাঘ)। [ধাড়ি দ্র]।

Processing time: 1.26 s