ধীর definitions

Bangla-Tangla Dictionary
ধীর – slow
Samsad Bengali-English Dictionary
ধীর [ dhīra ] a slow, tardy (ধীর গতি); unperturbed, calm, composed (ধীর মন); gentle or modest or mild (ধীরস্বভাব, ধীর বায়ু); grave (ধীরকন্ঠ); firm, steady (ধীর চিত্ত); judicious or considerate (ধীর ব্যক্তি). ~তা n. slowness; unperturbed ness, calmness, composure; gentleness, modesty, mildness; graveness, gravity; firmness, steadiness; judiciousness, considerateness. ~প্রকৃতি a. gentle or modest by nature. ~প্রশান্ত n. (rhet.) a type of hero endowed with various good qualities. ~ভাবে adv. slowly; mildly; gently; calmly. ~ললিত n. (rhet.) a type of hero who is gentle by nature and of calm disposition and proficient in music and dance. ~স্বভাব same as ধীরপ্রকৃতি । ~স্থির a. calm and composed. ধীরা [ dhīrā ] a. fem of ধীর ।n. fem. (rhet.) a type of heroine whose anger is never exhibited. ~ধীরা n. fem. (rhet.) a type of heroine whose anger or resentment is partially exhibited. genitive of ধী: ধী [ dhī ] n intellect; intelligence; cognition; comprehension; knowledge; wisdom; talent; aptitude. ~মান a. intelligent; capable of comprehending, capable of quick appreciation; talented; having aptitude; wise. fem. ~মতী । ~শক্তি same as ধী । ~শক্তিসম্পন্ন same as ধীমান ।
Samsad Bangla Abhidhan
ধীর [ dhīra ] বিণ. 1 মন্থর, মৃদু (ধীর গতি); 2 অচঞ্চল, স্থির (ধীর ভাব); 3 শান্ত, নম্র (ধীর স্বভাব); 4 গম্ভীর (ধির কণ্ঠ); 5 ধৈর্যশীল (বিপদে ধীর); 6 বিবেচক, স্থিরবুদ্ধি (ধীর ব্যক্তি)। [সং. ধী + √ রা + অ]। বি. ~তা। ~গতি বিণ. ধীর গতিসম্পন্ন। ~প্রশান্ত বিণ. (অল.) প্রসিদ্ধ গুণাবলির অধিকারী নায়কবিশেষ। ~ললিত বিণ. (অল.) নম্রস্বভাব, নিশ্চিন্ত এবং নম্র; স্থির বুদ্ধিসম্পন্ন। ধীরা বিণ. ধীর -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. (স্ত্রী.) (অল.) যে নায়িকার কোপ স্পষ্টভাবে বোঝা যায় না। ধীরা [ dhīrā ] দ্র ধীর genitive of ধী: ধী [ dhī ] বি. 1 বুদ্ধি, মেধা (ধীশক্তি, ধীদীপ্ত); 2 জ্ঞান; 3 মতি (সুধী)। [সং. √ ধৌ + ক্বিপ্]। ~গুণ বি. শ্রবণ, কৌতুহল, আহরণ, স্মৃতিতে ধারণ, সন্দেহ নিরসন, অর্থবোধ প্রভৃতি আটরকম বুদ্ধিগুণ। ~মান (-মৎ) বিণ. মেধাসম্পন্ন, বুদ্ধিমান, জ্ঞানী। স্ত্রী. ~মতী। ~শক্তি বি. উপরোক্ত আটরকম বুদ্ধিগুণ; বুদ্ধি। ~সম্পন্ন বিণ. বুদ্ধিমান; জ্ঞানী। genitive of ধী: ধীমান [ dhīmāna ] দ্র ধী

Processing time: 1.24 s