দোহাই definitions

Bangla-Tangla Dictionary
দোহাই – please
Samsad Bengali-English Dictionary
দোহাই [ dōhāi ] int meaning: in the name of, by, upon (ইশ্বরের দোহাই = by God. আমার সম্মানের দোহাই = upon my honour); please (দোহাই মহারাজ = please Your Majesty). ☐ n. an appeal for justice or support (রাজার দোহাই); an oath (দোহাই পাড়া ভালো নয়); a pretext or plea or excuse (রোগের দোহাই); a cause (বৃষ্টির দোহাই); swearing by a precedent (অতীতের দোহাই). দোহাই দেওয়া, দোহাই পাড়া v. to appeal to (for justice or support); to put forward as a pretext; to swear; to swear by a precedent.
Samsad Bangla Abhidhan
দোহাই [ dōhāi ] বি. 1 কারও নাম নিয়ে শপথ বা দিব্যি (ঈশ্বরের দোহাই, এমন কাজ করব না, ধর্মের দোহাই); 2 মিনতি করা (দোহাই তোমরা একটু চুপ করো); 3 অজুহাত, ছুতা, অছিলা (অসুস্থতার দোহাই, দারিদ্রের দোহাই); 4 নজির (অতীতের ঘটনার দোহাই দেওয়া)। [হি. দুহাই]। emphatic of দোহা: দুহা, দোহা, (কথ্য) দোয়া [ duhā, dōhā, (kathya) dōẏā ] ক্রি. দোহন করা (দুধ দোয়া)। ☐ বি. দোহন। [সং. √ দুহ্ + বাং. আ]। দুহানো, দোহানো, দোয়ানো ক্রি. দোহন করা, দুধ দোহন করা (গোরু দোহানো, গোরু দোয়ানো)। ☐ বি. উক্ত অর্থে। emphatic of দোহা: দোহা, দোহাকার [ dōhā, dōhākāra ] যথাক্রমে দোঁহা2 ও দোঁহাকার -এর রূপভেদ।

Processing time: 1.65 s