দোষী definitions

Bangla-Tangla Dictionary
দোষী – offender
Samsad Bengali-English Dictionary
দোষী [ dōṣī ] a guilty, offending; criminal; sinning. দোষী সাব্যস্ত হওয়া to be adjudged a guilty.
Samsad Bangla Abhidhan
দোষ [ dōṣa ] বি. 1 পাপ, অপরাধ (কর্মদোষ); 2 কুস্বভাব, কুরীতি (পানদোষ, আলস্যদোষ); 3 ত্রুটি, খুঁত (কাজে দোষ ধরা); 5 কুপ্রভাব, ফের (গ্রহের দোষ, ভাগ্যদোষ)। [সং. √ দুষ্ + অ]। ~কীর্তন বি. ত্রুটি বা অপরাধের কথা বারবার বলা; নিন্দাবাদ। ~ক্ষালন বি. অপরাধ বা ত্রুটি মোচন। ~গ্রাহী (-হিন্), ~দর্শী (-র্শিন্) বিণ. কেবল অন্যের দোষ দেখে বা ধরে এমন, ছিদ্রান্বেষী। ~জ্ঞ বিণ. দোষগুণ বিচারে সমর্থ। ☐ বি. 1 পণ্ডিত; 2 চিকিৎসক, বৈদ্য। ~ বি. দোষ দেওয়া বা দেখানো। ~ত্রয় বি. 1 বাত পিত্ত কফ-এই তিন দোষ; 2 রাগ দ্বেষ মোহ-এই তিন দোষ। ~দর্শী (-র্শিন্) দোষগ্রাহী -র অনুরূপ। ~ বিণ. দোষযুক্ত। দোষা ক্রি. 1 দুষা-র চলিত রূপ (আমায় দোষো কেন?); 2 দূষিত হওয়া ('হাওয়া দূষিয়া উঠিল': রবীন্দ্র)। দোষাবহ বিণ. দোষযুক্ত; দোষজনক। দোষারোপ বি. অভিযোগ করা, দোষ দেওয়া, বদনাম দেওয়া (দোষারোপ করা)। দোষাশ্রিত বিণ. দোষযুক্ত। দোষী (-ষিন্) বিণ. দোষকারী, অপরাধী। স্ত্রী. দোষিণীদোষৈক-দর্শী (-র্শিন্) বিণ. (গুণ না দেখে) কেবল দোষই দেখে এমন।

Processing time: 1.45 s