ঝিরঝির definitions

Bangla-Tangla Dictionary
ঝিরঝির – (+ করে বৃষ্টি, + এ + বৃষ্টি = heavy drizzle)
Samsad Bengali-English Dictionary
ঝিরঝির [ jhirajhira ] int expressing the sound of wind or breeze blowing gently or of drizzling rain. ঝিরঝিরে a. (of the wind) gently blowing; (of the rain) drizzling.
Samsad Bangla Abhidhan
ঝির-ঝির [ jhira-jhira ] বি. 1 মৃদু বা লঘু ঝরঝর আওয়াজ; 2 লঘু প্রবাহ বা ক্ষরণের ভাব (ঝিরঝির করে বৃষ্টি পড়ছে)। [ধ্বন্যা.]। ঝির-ঝিরে বিণ. ঝিরঝির করে প্রবাহিত হচ্ছে বা পড়ছে এমন (ঝিরঝিরে বাতাস, ঝিরঝিরে বৃষ্টি)। ঝির-ঝিরানি বি. বাতাস বা বৃষ্টির ঝিরঝির শব্দ।

Processing time: 1.2 s