ঝালাপালা definitions

Bangla-Tangla Dictionary
ঝালাপালা – ringing or temporarily deaf due to loud noise (কান ~ হয়ে গেল)
Samsad Bengali-English Dictionary
ঝালাপালা [ jhālāpālā ] a almost deafened or stunned or extremely vexed with a loud and unbearable noise (কান ঝালাপালা হওয়া); extremely afflicted (রোদে শরীর ঝালাপালা হওয়া).
Samsad Bangla Abhidhan
ঝালা-পালা [ jhālā-pālā ] বিণ 1 তীব্র শব্দে প্রায় বধির হয়ে গেছে এমন (কান ঝালাপালা হয়ে গেছে); 2 অতি বিরক্ত ('করিলেক ঝালাপালা তনুপ্রাণ রহে না': ভা. চ.)। ☐ বি. 1 কানকে পীড়িত বা বধির করে এমন শব্দ; 2 উৎপাত, উপদ্রব। [বাং. ঝালা2 + পারা (মতো, সদৃশ)-তু. জ্বালা + পালা (সহচর শব্দ)]।

Processing time: 1.2 s