ঝলমল definitions

Bangla-Tangla Dictionary
ঝলমল – (+ করা = to gleam)
Samsad Bengali-English Dictionary
ঝলমল [ jhalamala ] int expressing coruscation. ঝলমলানো, ঝলমল করা v. to coruscate; to sparkle, to glitter. ঝলমলে a. coruscating.
Samsad Bangla Abhidhan
ঝল-মল [ jhala-mala ] বি. ঝলকে ঝলকে উজ্জ্বলতার প্রকাশ; ঝকমকানি (আলো ঝলমল করছে)। ঝল-মলা ক্রি. ঝলমলানো, ঝলমল করা। ঝল-মলানো ক্রি. ঝলমল করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ঝল-মলানি বি. উজ্জ্বলতা; ঝলমলে ভাব। ঝল-মলে বিণ. ঝলমল করে এমন, উজ্জ্বলতাযুক্ত। ঝিল-মিল2 [ jhila-mila2 ] বি. মৃদু ঝলমল বা ঝিকমিক করার ভাব ('স্পন্দিত নদীজল ঝিলমিল করে;: রবীন্দ্র)। [ঝলমল দ্র]। ঝিলি-মিলি বি. ঝিলমিল, ঝিলমিল করার ভাব (রোদের ঝিলিমিলি)। ঝিল-মিলে বিণ. ঝিলমিল করে এমন।

Processing time: 1.51 s