জোটানো definitions

Bangla-Tangla Dictionary
জোটানো – to acquire, to gather things together
Samsad Bengali-English Dictionary
জুটা, জোটা [ juṭā, jōṭā ] v to be available or acquired (অন্ন জুটবে না, টাকা জোটা); to collect, to gather, to assemble (বহু লোক জুটেছে); to appear, to put in one's appearance (সময়মতো জুটব). জুটানো, জোটানো v. to get, to acquire; to cause to collect or assemble, to assemble; to cause to appear, to bring.
Samsad Bangla Abhidhan
জুটা, জোটা [ juṭā, jōṭā ] ক্রি. 1 সংগ্রহ হওয়া, মেলা (দুমুঠো অন্ন জোটে না, অন্ন জুটবে না); 2 একত্র হওয়া (বহুলোক জুটেছে); 3 উপস্থিত হওয়া (হঠাৎ এসে জুটল)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. √ জুট < সং. যূথ]। ~নো ক্রি. 1 সংগ্রহ করা; 2 একত্র করা; 3 উপস্থিত করা, নিয়ে আসা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। জোটা, জোটানো [ jōṭā, jōṭānō ] যথাক্রমে জুটা ও জুটানো -র চলিত রূপ। যোটা, যোটানো, যোড়, যোত, যোতা [ yōṭā, yōṭānō, yōṛa, yōta, yōtā ] যথাক্রমে জোটা, জোটানো, জোড়, জোত ও জোতা -র বানানভেদ।

Processing time: 1.3 s