জন্ম definitions

Bangla-Tangla Dictionary
জন্ম – birth

2nd person ordinary present simple tense of জন্মা:
জন্মা – to be born

Samsad Bengali-English Dictionary
জন্ম [ janma ] n birth, nativity; generation; origination; production; life (জন্ম কাটা); life-time. জন্ম দেওয়া v. to give birth (to), to beget; to procreate, to originate; to generate; to produce. জন্ম নেওয়া v. to take one's birth, to be born; to originate; to come into existence; to be produced; to evolve. ~-এয়স্ত্রী, ~-এয়তি n. & a. fem. one who is outlived by her husband. ~কুণ্ডলী n. (astrol.) a horoscope; nativity. ~গত a. pertaining to birth or birthtime, natal, innate, bred in the bone; congenital. গ্রহণ n. taking one's birth; nativity; origination. জন্মগ্রহণ করা same as জন্ম নেওয়া । ~ঘটিত a. caused by or pertaining to one's birth; natal. ~-জন্মান্তর n. the present life and the lives following (and also preceding). ~তিথি n. one's lunar birth day; (loos. & pop.) birthday. ~তিথি পালন, ~তিথি-উৎসব n. birth-anniversary. ~দ, ~দাতা n. a father, a begetter, a progenitor; an originator; a producer. fem. ~দা, ~দাত্রী a. mother, a progenitrix; an originator; a producer. ~দান n. procreation; origination; production. জন্মদান করা v. to procreate, to beget; to give birth to; to generate, to produce. ~দিন, ~দিবস n. birthday. ~দুঃখী a. ever miser able, ever distressed, suffering for ever, born to suffer. ~নক্ষত্র n. the star or planet under which a person is born, the natal star. ~নিয়ন্ত্রণ n. birth-control. ~পত্র, ~পত্রিকা n. a horoscope. ~পরিগ্রহ same as ~গ্রহণ । ~বৃত্তান্ত n. an account of one's birth. ~ভূমি n. native land, fatherland, motherland: birth-place. ~মাস n. the month in which one is born, the month of one's birth. ~রাশি n. (astrol.) the zodiacal sign of nativity. ~শোধ adv. for the last time in one's life, once for all. ~সংক্রান্ত a. relating to birth or nativity, natal. ~স্থান n. place of one's birth. জন্মে জন্মে at every birth; for ever. জন্মের মতো same as ~শোধ । 2nd person ordinary present simple tense of জন্মা: জন্মা [ janmā ] v to take one's birth, to be born; to come into existence, to originate; to spring up; to be produced, to grow; to occur; to evolve; to accrue.
Samsad Bangla Abhidhan
জন্ম [ janma ] (-ন্মন্) বি. 1 মাতৃগর্ভ থেকে বার হওয়া, ভূমিষ্ঠ হওয়া; 2 উৎপত্তি, সৃষ্টি, আবির্ভাব (পৃথিবীর জন্ম, খনিতে মণির জন্ম); 3 দেহধারণ (মনুষ্যজন্ম); 4 দেহাশ্রিত অবস্থা (জন্মজন্মান্তর); 5 জীবনকাল (জন্ম গেল খেটে খেটে)। [সং. √ জন্ + মন্]। জন্ম-এয়োতি, জন্ম-এয়োস্ত্রী বি. চিরসধবা। জন্ম কাটা, জন্ম যাওয়া ক্রি. বি. জীবন অতিবাহিত হওয়া। ~কুণ্ডলী বি. (জ্যোতিষ) জন্মকালীন রাশিচক্র। ~গত বিণ. সহজাত, জন্ম থেকে প্রাপ্ত (জন্মগত অভ্যাস বা সংস্কার)। ~গ্রহণ বি. ভূমিষ্ঠ হওয়া, মাতৃগর্ভ থেকে বার হওয়া; উৎপত্তি। ~জন্ম বি. প্রতি জন্ম, যতবার জন্ম বা আবির্ভাব ঘটবে। ~জন্মান্তর বি. এই জন্ম ও পরবর্তী অন্যান্য জন্ম। ~জয়ন্তী বি. বিশিষ্ট ব্যক্তির জন্মদিনের স্মরণে অনুষ্ঠিত উৎসব। ~তিথি বি. জন্মকালীন তিথি। ~, ~দাতা (-তৃ) বি. পিতা, জনক। স্ত্রী. ~দা, ~দাত্রি। ~দান বি. উৎপাদন। ~দুঃখী বিণ. চিরদিন দুঃখভোগ করে এমন। স্ত্রী. ~দুঃখিনী। ~নক্ষত্র বি. জন্মের সময় যে নক্ষত্রের প্রভাব সর্বাধিক। ~পত্র, ~পত্রিকা বি. কোষ্ঠী। ~বৃত্তান্ত বি. জন্মের কাহিনী; জীবনকালের কাহিনী। ~ভূমি বি. যে ভূমিতে বা দেশে জন্ম হয়েছে, মাতৃভূমি। ~শাসন বি. জন্মনিয়ন্ত্রণ, birth control. ~শোধ ক্রি-বিণ. জন্মের মতো, চিরদিনের মতো। জন্মে ক্রি-বিণ. 1 জন্ম থেকে, জন্মাবধি; 2 সারা জীবনে (জন্মেও সে একটা সত্যি কথা বলল না)। 2nd person ordinary present simple tense of জন্মা: জন্মা [ janmā ] ক্রি. 1 জন্মগ্রহণ করা (পুত্র জন্মাল); 2 উৎপন্ন হওয়া (ধান জন্মে)। [বাং. √ জন্ম্ + আ]। ~নো ক্রি. জন্মগ্রহণ করা; উৎপন্ন হওয়া; উৎপাদন করা (মনে অবিশ্বাস জন্মানো)। ☐ বি. উক্ত সব অর্থে।

Processing time: 1.28 s