ছোঁ definitions

Bangla-Tangla Dictionary
ছোঁ – (+ মারা = to snatch)

2nd person intimate present imperative tense of ছোঁয়া:
ছোঁয়া – to touch

Samsad Bengali-English Dictionary
ছোঁ [ chō ] n a sudden swoop or spring with an attempt to seize or bite, a pounce. ছোঁ মারা v. to pounce (upon), to swoop down on. 2nd person intimate present imperative tense of ছোঁয়া: ছোঁয়া [ chōm̐ẏā ] v to touch. ☐ n. touch (ছোঁয়া লাগা) ☐ a. touched, contacted; touching (আকাশছোঁয়া). ~ n. (usu. dero.) touch, contact, contagion, influence. ~চে a. contagious. ছুঁয়ি n. mutual touch or contact; impurity caused by touch or contact. ~নো v. to cause to touch or be touched. ~লেপা n. act of touching the untouchable; impurity caused by the touch of the so-called untouchable.
Samsad Bangla Abhidhan
ছোঁ [ chō ] বি. হঠাৎ ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করা বা কামড় বা ছোবল দেওয়া বা কেডে নেবার চেষ্টা করা (ছোঁ মারা, ছোঁ মেরে নিয়ে যাওয়া)। [সং. ছুপ]। 2nd person intimate present imperative tense of ছোঁয়া: ছোঁয়া, ছুঁয়া [ chōm̐ẏā, chum̐ẏā ] ক্রি. স্পর্শ করা (ময়লা ছোঁয়া)। ☐ বি. স্পর্শ (ছোঁয়া লেগেছে)। ☐ বিণ. 1 স্পৃষ্ট, ছোঁয়া লেগেছে এমন (পাপে ছোঁয়া মন); 2 ছুঁয়েছে বা ঠেকেছে এমন, স্পর্শী (আকাশছোঁয়া)। [সং. √ ছুপ + বাং. আ]। ~চে বিণ. স্পর্শ করলেই বা ছুঁলেই সংক্রামিত হয় এমন (ছোঁয়াচে রোগ)। ~ছুঁয়ি বি. পরস্পর স্পর্শ; স্পর্শদোশ; ছুঁতমার্গ। ~নো ক্রি. স্পর্শ করানো, ঠেকানো (মাথা ছোঁয়ানো, একটা টাকাও ছোঁয়াল না)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ~লেপা বি. অস্পৃশ্য বস্তু বা ব্যক্তির সঙ্গে সংস্পর্শদোষ।

Processing time: 1.67 s