ছানা definitions

Bangla-Tangla Dictionary
ছানা – baby animal
Samsad Bengali-English Dictionary
ছানা1 [ chānā1 ] v to knead; to make into a paste by pressing with hands, to soften by kneading (কাদা ছেনে পুতুল গড়া). ☐ a. kneaded; made into a paste by pressing with hands, softened by kneading. ছানা2 [ chānā2 ] n posset. ছানা কাটা v. (of milk) to turn or be turned into posset; to curdle. ছানার জল whey. ~বড়া see ছানাবড়া । ছানা3 [ chānā3 ] n a young of a bird or beast. ~পোনা n. young ones collectively of a bird or beast; (hum.—of men) little ones. ছানা বিয়ানো v. to bring forth young ones. কুকুরছানা n. a pup, a puppy. ছাগলছানা n. a kid. বিড়ালছানা n. a kitten. মুরগির ছানা n. a chick or a chicken. শিয়ালছানা n. a cub. শূকরছানা n. a pig. হরিণছানা n. a fawn. হাঁসের ছানা n. (পাতিহাঁসের) a duckling; (রাজহাঁসের) a gosling.
Samsad Bangla Abhidhan
ছানা1 [ chānā1 ] ক্রি. 1 কোনো জিনিসের সঙ্গে জল ইত্যাদি তরল পদার্থ মিশিয়ে চটকে মাখা (আটা ছানা, ময়দা ছানছি); 2 ছাঁকা ('অকূল ছানিয়ে যা পাস তা নিয়ে': রবীন্দ্র)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [হি. √ ছান + বাং. আ]। ছানা2 [ chānā2 ] বি. অম্লযোগে দুধ বিকৃত করে পাওয়া পিণ্ডের মতো খাদ্য বস্তু। [সং. ছিন্নক]। ছানা কাটা ক্রি. বি. ছানা প্রস্তুত করা বা হওয়া। ছানা3 [ chānā3 ] বি. বাচ্চা; পশুপাখির শাবক (বিড়ালছানা, পাখির ছানা)। [বাং. ছা (< পা. ছাব) + না (?)-তু. হি. সৌনা]। ~পোনা বি. কাচ্চাবাচ্চা।

Processing time: 1.19 s