ছাঁকনি definitions

Bangla-Tangla Dictionary
ছাঁকনি – strainer

2nd person ordinary negative present perfect tense of ছাঁকা:
ছাঁকা – to strain, to sift

Samsad Bengali-English Dictionary
ছাঁকনি, ছাঁকনা [ chān̐kani, chān̐kanā ] n a sieve, a strainer. 2nd person ordinary negative present perfect tense of ছাঁকা: ছাঁকা [ chān̐kā ] v to sieve, to sift, to strain; to filtrate. ☐ a. sieved, sifted, strained; filtered; true or clear (ছাঁকা কথা); especially selected or chosen, select (ছাঁকা ছাঁকা প্রশ্ন বা মানুষ); unmixed, unadulterated, pure (ছাঁকা গঙ্গাজল); easily avail able (ছাঁকা পয়সা); used in sifting or filtration (আটা-ছাঁকা চালুনি, চা-ছাঁকা ন্যাকড়া). ছাঁকা তেলে ভাজা to fry in so much oil or fat as to necessitate straining. ছেঁকে ধরা v. to beset, to encircle, to hem in; to besiege; to surround from all sides.
Samsad Bangla Abhidhan
ছাঁকনা, ছাঁকনি [ chān̐kanā, chān̐kani ] বি. ক্ষুদ্র ছিদ্রযুক্ত পাত্রবিশেষ যার দ্বারা ছাঁকা হয়, ছোট চালনি, sieve, strainer. [বাং. √ ছাঁক্ + অনা, অনি]। 2nd person ordinary negative present perfect tense of ছাঁকা: ছাঁকা [ chān̐kā ] ক্রি. 1 বস্ত্রাদির সাহায্যে তরল বস্তু থেকে বর্জনীয় অংশ বার করে ফেলা, পরিস্রুত বা শোধন করা (দুধ ছাঁকা); 2 চালা, গুঁড়ো পৃথক করা (আটা ছাঁকা)। ☐ বি. ছাঁকার কাজ। ☐ বিণ. 1 ছাঁকা হয়েছে এমন (ছাঁকা দুধ); 2 খাঁটি (ছাঁকা কথা বলে দিলাম); 3 বিশেষভাবে নির্বাচিত (ছাঁকা ছাঁকা লোককে নিয়ে যাবে); 4 নির্ভেজাল, বিশুদ্ধ (ছাঁকা গঙ্গাজল); 5 সহজলভ্য (ছাঁকা পয়সা); 6 ছাঁকার জন্য উদ্দিষ্ট (দুধ-ছাঁকা কাপড়); আটা-ছাঁকা চালুনি)। [বাং. √ ছাঁক্ + আ]। ছাঁকা তেলে ভাজা ক্রি. বি. ঝাঁঝরির দ্বারা ছেঁকে তোলা যায় এমন বেশি তেলে ভাজা। ছেঁকে ধরা ক্রি. বি. ঘিরে ধরা; চারদিক থেকে অনেকে মিলে ব্যতিব্যস্ত করা (পিঁপড়েয় ছেঁকে ধরেছে, পাওনাদারেরা ছেঁকে ধরেছে)।

Processing time: 1.26 s