চড়ানো definitions

Bangla-Tangla Dictionary
চড়ানো – to cause to rise, to cause to climb, to cause to mount, to cause to ride on
Samsad Bengali-English Dictionary
চড়ানো1 [ caṛānō1 ] v to cause to mount or ride or board, to mount or board; to increase (দাম চড়ানো); to make louder or deeper (গলা চড়ানো); to fix, to adjust (ধনুকে ছিলা চড়ানো, বেহালায় সুর চড়ানো); to place upon; to load (গাড়িতে মাল চড়ানো); to put on, to wear (গায়ে জামা চড়ানো); (of cooking utensils) to place upon the oven (ভাতের হাঁড়ি চড়ানো). চড়ানো2 [ caṛānō2 ] v to strike with the open palm of the hand, to slap.
Samsad Bangla Abhidhan
চড়ানো1 [ caṛānō1 ] বি. ক্রি. 1 আরোহণ করানো (ঘোড়ায় চড়ানো) 2 বাড়ানো, উচ্চতর করা (দাম চড়িয়েছে, সুর চড়ানো হয়েছে); 3 পরানো, লাগানো (ধনুকে ছিলা চড়ানো, রং চড়ানো, গায়ে জামা চড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [চড়া3 দ্র]। চড়ানো2 [ caṛānō2 ] বি. ক্রি. চড় মারা, চপেটাঘাত করা (গালে চড়ানো)। ☐ বিণ. উক্ত অর্থে। [চড়া4 দ্র]।

Processing time: 1.2 s